Top
সর্বশেষ

নোয়াখালীতে ১৮৫ জনকে জরিমানা

২৫ জুলাই, ২০২১ ১:১২ অপরাহ্ণ
নোয়াখালীতে ১৮৫ জনকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি :

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ ব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউনের গতকাল দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১৭২টি মামলায় ১৮৫ জনকে ১ লাখ ২৯ হাজার ১ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (রোববার) সকাল থেকে জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কয়েকটি সড়কে রিকশা, মোটরসাইকেলসহ কয়েকটি ছোট-খাট যানবাহন চলাচল করলেও বেশির ভাগ সড়ক ফাঁকা রয়েছে। নোয়াখালী সুপার মার্কেটসহ জেলার সকল মার্কেট, শপিংমল বন্ধ রয়েছে। শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকলেও তাতে ক্রেতাদের উপস্থিতি কম। তবে কিছুটা ভিন্ন চিত্র গ্রামের বাজারগুলোতে। বেশির ভাগ বাজারেই অর্ধেক সাটার খোলা রেখে দোকান চালাচ্ছেন দোকানিরা। প্রশাসনের গাড়ী দেখলে কিছুসময়ের জন্য বন্ধ করলেও পুনঃরায় আবার খুলছে।

এদিকে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি)সহ জেলা প্রশাসনের ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। জেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। পুলিশের পাশাপাশি টহলে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা। বিভিন্ন স্থানে স্থানীয় লোকজনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।

শেয়ার