Top
সর্বশেষ

মাগুরায় লক ডাউনের ৩য় দিনে শহর জনশুন্য

২৫ জুলাই, ২০২১ ১:৫১ অপরাহ্ণ
মাগুরায় লক ডাউনের ৩য় দিনে শহর জনশুন্য
মাগুরা প্রতিনিধি :

করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনের তৃতীয় দিন আজ রবিবার কঠোর লকডাউন বাস্তবায়নে মাগুরা জেলা প্রশাসকের নেতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা, বি জি বি, পুলিশ ও ম্যাজিষ্ট্রেট শহরের বিভিন্ন সড়ক ও জেলার ৪ উপজেলার হাট বাজারে টহল জোরদার করেছে। মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া হচ্ছে জেল জরিমানা।

বিনা কারনে কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না এবং শহরের ও জেলার সকল হাটবাজারের দোকান পাট বন্ধ রাখা হয়েছে। তবে গ্রামাঞ্চলে ও শহরের কোন গলিতে কিছু দোকানপাট খোলা দেখা যাচ্ছে। আর এত কঠোরতার মধ্যেও মাস্ক পরান বাধ্যতামূলক করা যাচ্ছেনা। মাস্ক ছাড়া লোক চলাচল চোখে পড়ছে। করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন বিষয়ে জনগনকে সচেতন করতে বিভিন্ন সড়কে পথচারীদের অবহিত করা হচ্ছে এবং সবাইকে মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হচ্ছে। জেলা তথ্য অফিস ও সেনা বাহিনীর ৪ টি দল মাগুরা জেলার সর্বত্র এই অবহিত করন কার্যক্রমে অংশগ্রহন করছে।

মাগুরা জেলা প্রশাসক ড, আশরাফুল আলমের নেতৃত্ব জেলার বিভিন্ন রাস্তাঘাটে ১৪ টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। শহরের কোন দোকানপাট খোলেনি ও কোন যানবাহন চলাচল করছে না। তবে পন্যবাহী যাববাহন চলেছে সড়কে।

শেয়ার