Top
সর্বশেষ

শিমুলিয়া-বাংলাবাজারে বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

২৫ জুলাই, ২০২১ ৩:২১ অপরাহ্ণ
শিমুলিয়া-বাংলাবাজারে বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুট দিয়ে সরকারি বিধিনিষেধ আর স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছেন।

বিআইডব্লিউটিসির এজিএম সফিকুল ইসলাম জানান, রোববার সকাল থেকে এ নৌরুটে সচল ছয়টি ফেরিতে লোকজন গাদাগাদি করে পার হচ্ছেন। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে গিয়ে রাজধানী ফেরা অসংখ্য যাত্রীর ভিড় দেখা গেছে। এ সময় ‘ফেরি কদম’ ঘাটে ভিড়তেই হুড়মুড় নামতে শুরু করে লোকজন।

তবে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে আসার পর বিপাকে পড়েছে হচ্ছে ঢাকামুখোদের।

ফেরি কদমের কোয়াটার মাস্টার মো. আক্তারুজ্জামান জানান, মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন অনেকে। এতে অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে তাদের। অনেকে আবার পায়ে হেঁটেই রওনা হয়েছেন।

শেয়ার