Top
সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে শ্বাসরোধ করে হত্যা

২৫ জুলাই, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে শ্বাসরোধ করে হত্যা
নোয়াখালী প্রতিনিধি :

দক্ষিণ আফ্রিকায় বোরহান উদ্দিন মানিক (৫৫) নামে এক বাংলাদেশিকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতদল। শনিবার (২৪জুলাই) দুপুরে পুমালাঙ্গা প্রভিন্সের এরমোলার পার্শ্ববর্তী টাউন আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আসেন।

স্থানীয় বাংলাদেশী রাজিব ভুইয়া জানান, দুপুর ১টার দিকে প্রচণ্ড শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাড়িয়ে থাকেন। এসময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢুকে। দোকান ডাকাতি করার সময় মানিকের গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে মানিককে হত্যা করে। অন্য বাংলাদেশিরা খবর পেয়ে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, নিহত মানিক কয়েকমাস যাবত দেশে যাবার উদ্দেশ্যে দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেন নি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল।

তিনি বলেন, মানিকের মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছলে বোরহানের বৃদ্ধা মা, তার স্ত্রী, ছেলেমেয়ে কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার