Top
সর্বশেষ

নোয়াখালীতে ১৫৪ মামলায় ১৭১ জনকে জরিমানা

২৬ জুলাই, ২০২১ ২:২২ অপরাহ্ণ
নোয়াখালীতে ১৫৪ মামলায় ১৭১ জনকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে চলছে রকরোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ ব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউন। লকডাউন কার্যকর করতে প্রশাসন তৎপর রয়েছে। লকডাউনের তৃতীয় দিনে সরকারি নিষেধ অমান্য করায় ১৫৪ মামলায় ১৭১ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কয়েকটি সড়কে রিকশা, মোটরসাইকেলসহ কয়েকটি ছোট-খাট যানবাহন চলাচল করলেও বেশির ভাগ সড়ক ফাঁকা রয়েছে। নোয়াখালী সুপার মার্কেটসহ জেলার সকল মার্কেট, শপিংমল বন্ধ রয়েছে। শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকলেও তাতে ক্রেতাদের উপস্থিতি কম। তবে কিছুটা ভিন্ন চিত্র গ্রামের বাজারগুলোতে। বেশির ভাগ বাজারেই অর্ধেক সাটার খোলা রেখে দোকান চালাচ্ছেন দোকানিরা। প্রশাসনের গাড়ী দেখলে কিছুসময়ের জন্য বন্ধ করলেও পুনঃরায় আবার খুলছে।

এদিকে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি)সহ জেলা প্রশাসনের ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। জেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, জনগনকে সচেতন করতে আমিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে কাজ করছি। বিভিন্ন স্থানে স্থানীয় লোকজনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। লকডাউনের তৃতীয় দিন রবিবার আইন অমান্য করায় ১৫৪ টি মামলায় ১৭১ জনকে ১ লক্ষ ১২ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার