Top
সর্বশেষ

সরকারি খাল দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

২৬ জুলাই, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
সরকারি খাল দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: :

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়ায় স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘ ২৫ বছর ধরে সরকারি খালে বাঁধ দিয়ে ঘের তৈরি করায় কৃষকের তিন ফসলী জমিতে পানি নিস্কাশনে ব্যাহত হয়।

ঘেরের বিষয়টি নিয়ে একাধিক ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় নিউজ হওয়ায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে ২৬ জুলাই সোমবার সকালে বৃষ্টি উপেক্ষা করে সরেজমিনে গিয়ে নিজে উপস্থিত থেকে পাঁচজুনিয়ায় ৩.৫ কিমি খালে ১৬ টি অবৈধ বাঁধের মধ্যে ১০ টি বাঁধ কেটে খালটি উন্মুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক।

এসময়ে তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাঁচজুনিয়ার যে ঘেরগুলি করেছে তার ১০ টি বাঁধ কেটে দিয়েছি। বৈরী আবহাওয়ার কারণে বাকি বাঁধগুলো আগামীকাল কেটে দেওয়া হবে। খালগুলো দখল মুক্ত করায় স্থানীয় কৃষদের মাঝে স্বস্তি ফিরে পেয়েছে ।

শেয়ার