Top
সর্বশেষ

পুলিশ আসার খবরে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণ

২৮ জুলাই, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
পুলিশ আসার খবরে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণ

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ আসার খবর শুনে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাব্বি হাসান (১৯) নামের এক তরুণ।

বুধবার (২৮ জুলাই) পৌনে ১২টা থেকে কালীগঞ্জ ও টঙ্গী ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে। বিকেল ৩টায়ও ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিটার আব্দুল জলিল।

এর আগে, মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন নদীতে ঝাঁপ দেন তরুণ রাব্বি হাসান। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরি গ্রামের খোকন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ হোসেন (১৯) জানান, বঙ্গবন্ধু বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীতে রাখা একটি জাহাজের তৃতীয় তলায় বসে রাব্বিসহ জিহাদ (১৮), তায়েব (২০), রাফি (১৮), সজিব-১ (১৯) সজিব-২ (১৯) মিলে আড্ডা দিচ্ছিলেন এবং মোবাইলে গেমস খেলছিলেন। এ সময় ওই জাহাজের নিচ তলায় দুই দল কিশোর-যুবক মারামারি করছিলেন।

রিয়াদ আরও জানান, ঘটনাক্রমে নদীর পাশের রাস্তা দিয়ে টহল পুলিশ যাচ্ছিল। এ সময় জাহাজে হৈচৈ শুনে সেখানে যায় পুলিশ। এ সময় মারামারি করা কিশোর-যুবকরা পুলিশ বলে চিৎকার করে। পরে পুলিশের কথা শুনে রাব্বি নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে আর তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ রাব্বির বাবা খোকন মিয়ার জানান, তার ছেলে স্থানীয় প্রাণ-আরএফএলে চাকরি করতেন। এখন লকডাউনে বাড়িতে বসা। ঘটনার দিন বন্ধুদের সঙ্গে জাহাজে আড্ডা দিচ্ছিলেন। পরে পুলিশের কথা শুনে নদীতে লাফ দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘পুলিশ ওই সময় ওই এলাকায় মাদকের অভিযানে গিয়েছিল। এ সময় কিশোরেরা অভিযানস্থলের নিকটবর্তী স্থানে মারামারি করছিল। পরে পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ওই যুবকেরা পালিয়ে যায়। কেউ পানিতে লাফিয়ে পড়া বা নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জানা নেই। কেউ আমাদের কিছু বলেনি বা সাধারণ ডায়েরি (জিডি) করতেও আসেনি। তবে সকালে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার