Top
সর্বশেষ

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা বাড়লো ১০দিন

২৮ জুলাই, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা বাড়লো ১০দিন
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি না হওয়ায় হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো আরও ১০দিন। অর্থাৎ আগামী মাসের ১১আগষ্ট মৎস্য আহরণ শুরু করা হবে। বুধবার (২৮জুলাই) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. তৌহিদুল ইসলাম।

কমান্ডার মো. তৌহিদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম থাকার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে কাপ্তাই হ্রদে পানি বাড়েনি। যে কারণে হ্রদের ছাড়া পোনাগুলো ঠিক মতো বেড়ে উঠেনি। মাছ ধরা শুরু হলে মৎস্য সম্পদের ক্ষতি হবে। তবে হ্রদে যদি পানি না বাড়ে তাহলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলে যোগ করেন কমান্ডার।

এর আগে চলতি বছরের ৩১মে কাপ্তাই হ্রদে তিনমাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করে প্রশাসন। এ মেয়াদ চলতি মাসের ৩১জুলাই শেষ হওয়ার কথা ছিলো।

শেয়ার