Top
সর্বশেষ

চাঁদপুর হাসপাতালে ৮ ঘণ্টায় ৭ মৃত্যু

২৯ জুলাই, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
চাঁদপুর হাসপাতালে ৮ ঘণ্টায় ৭ মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে সাত জন মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) রাত ১০ টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজন হলেন- ফরিদগঞ্জের পূর্ব গাজিপুর এলাকার ইউসুফ পাঠান (৭০), চাঁদপুর সদর উপজেলার পূর্ব শ্রীরামদী এলাকার সামছুন্নাহার (৭৫)।

উপসর্গে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কচুয়া উপজেলার পোয়া এলাকার মনোয়ারা (৬০), খাজুরিয়া এলাকার আমেনা বেগম (৬৫), ফরিদগঞ্জের সিংহেরগাও এলাকার খলিলুর রহমান (৮৫), গনিয়া এলাকার আমির হোসেন (৭৫), রামগঞ্জের জয়পুরা এলাকার মনি (৫৫)।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৗলা রুবেল বলেন, ৮ ঘণ্টার ব্যবধানে হাসপাতালের আইসোশন ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন করোনা পজিটিভ এবং অন্যদের করোনা উপসর্গ ছিল।

শেয়ার