Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩

৩০ জুলাই, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ মৃত্যুর পাশাপাশি কমেছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৬ জনে। এ দিন নতুন করে ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৯৪ জন। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২১ জন, আলমডাঙ্গায় ১১ জন, দামুড়হুদায় ৫ জন এবং জীবননগরে ৬ জন রয়েছে।

বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ নতুন ৩৯৭ জনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে পাঠিয়েছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ২৬৩ জনের। এদিন ১৫৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২১ হাজার ৮৮৭ জনের।

শেয়ার