Top

২০ আগস্ট থেকে মেডিক্যাল কলেজ খোলার প্রস্তাব

০৮ আগস্ট, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
২০ আগস্ট থেকে মেডিক্যাল কলেজ খোলার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক :

আগামী ২০ আগস্ট থেকে দেশের সব মেডিকেল কলেজ খোলার প্রস্তাব করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হলেও শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করানো সম্ভব হচ্ছে না। মেডিকেল কলেজে ব্যবহারিক ক্লাস অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষাও নেয়া সম্ভব হয়নি। সেজন্য দ্রুত সময়ের মধ্যে সশরীরের মেডিকেলে পাঠদান শুরু করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়গুলোর মতো মেডিকেল কলেজে বিপুল সংখ্যক শিক্ষার্থী না থাকায় স্বাস্থ্যবিধি মানা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না কলেজগুলোর। এছাড়া অনেক শিক্ষার্থী ইতোমধ্যে করোনা টিকা নিয়েছেন। সার্বিক দিক বিবেচনায় আগামী ২০ আগস্ট থেকে সব মেডিকেল কলেজ খোলার প্রস্তাব করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার (৮ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০ আগস্ট থেকে মেডিকেল কলেজগুলো খোলার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পেলে ২০ আগস্ট থেকে মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু করা হবে।

তিনি আরও বলেন, এভাবে দীর্ঘদিন মেডিকেল কলেজের ক্লাস বন্ধ রাখা কোনো সমাধান হতে পারে না। শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ব্যবহারিক ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। সবকিছু বিবেচনায় এই প্রস্তাব করা হয়েছে।

শেয়ার