Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা

২৯ আগস্ট, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা

মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর কাছে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোরবার (২৯ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর কাছে একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে।

সিএনএনের খবরে আরও বলা হয়েছে, এ ঘটনায় কোনও হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরও হামলার জোরালো শঙ্কা রয়েছে। তাঁর সেই শঙ্কা সত্যি প্রমাণ করে ফের কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হলো।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, রোববারই (২৯ আগস্ট) এ হামলা হতে পারে। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়।

এর আগে, চারদিন আগে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আইএস এর বোমা হামলায় ১৭৫ জনের মৃত্যু হয়।

শেয়ার