মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর কাছে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোরবার (২৯ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর কাছে একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে।
সিএনএনের খবরে আরও বলা হয়েছে, এ ঘটনায় কোনও হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরও হামলার জোরালো শঙ্কা রয়েছে। তাঁর সেই শঙ্কা সত্যি প্রমাণ করে ফের কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হলো।
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, রোববারই (২৯ আগস্ট) এ হামলা হতে পারে। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়।
এর আগে, চারদিন আগে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আইএস এর বোমা হামলায় ১৭৫ জনের মৃত্যু হয়।