Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সর্বোচ্চ আয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদো

২২ সেপ্টেম্বর, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
সর্বোচ্চ আয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদো

চমক দেখিয়ে জুভেন্টাস থেকে ম্যাচনেস্টার ইউনাইটেডে পাড়ি দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো শুধু ক্লাবের আয়-ই বাড়াননি, অর্থ উপার্জনের দিক থেকে নিজেকেও শীর্ষে নিয়ে গেছেন। সম্প্রতি ফোবর্সের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের তালিকায় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সিংহাসনে বসেছেন সিআর সেভেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকীটি জানিয়েছে, ২০২১-২২ মৌসুমে কর বাদ দিয়ে পর্তুগিজ অধিনায়ক রোনালদো ১২৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকা। এরমধ্যে ৭০ মিলিয়ন ডলার অর্থাৎ ৭ কোটি টাকা আসছে ম্যানইউ থেকে বেতন ও বোনাসের মাধ্যমে।

বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেওয়া রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি আয় করবেন ১১০ মিলিয়ন ডলার (১১ কোটি টাকা)। এরপরের দুটি তালিকায় রয়েছে মেসিরই ক্লাব সতীর্থ নেইমার (৯৫ মিলিয়ন) ও কিলিয়ান এমবাপ্পে (৪৩ মিলিয়ন)।

সেরা দশে অন্যরা হলেন, মোহামেদ সালাহ, রবার্ট লেভান্ডভস্কি, আন্দ্রেস ইনিয়েস্তা, পল পগবা, গ্যারেথ বেল ও এডেন হ্যাজার্ড।

শেয়ার