Top
সর্বশেষ

সর্বোচ্চ আয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদো

২২ সেপ্টেম্বর, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
সর্বোচ্চ আয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদো

চমক দেখিয়ে জুভেন্টাস থেকে ম্যাচনেস্টার ইউনাইটেডে পাড়ি দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো শুধু ক্লাবের আয়-ই বাড়াননি, অর্থ উপার্জনের দিক থেকে নিজেকেও শীর্ষে নিয়ে গেছেন। সম্প্রতি ফোবর্সের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের তালিকায় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সিংহাসনে বসেছেন সিআর সেভেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকীটি জানিয়েছে, ২০২১-২২ মৌসুমে কর বাদ দিয়ে পর্তুগিজ অধিনায়ক রোনালদো ১২৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকা। এরমধ্যে ৭০ মিলিয়ন ডলার অর্থাৎ ৭ কোটি টাকা আসছে ম্যানইউ থেকে বেতন ও বোনাসের মাধ্যমে।

বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেওয়া রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি আয় করবেন ১১০ মিলিয়ন ডলার (১১ কোটি টাকা)। এরপরের দুটি তালিকায় রয়েছে মেসিরই ক্লাব সতীর্থ নেইমার (৯৫ মিলিয়ন) ও কিলিয়ান এমবাপ্পে (৪৩ মিলিয়ন)।

সেরা দশে অন্যরা হলেন, মোহামেদ সালাহ, রবার্ট লেভান্ডভস্কি, আন্দ্রেস ইনিয়েস্তা, পল পগবা, গ্যারেথ বেল ও এডেন হ্যাজার্ড।

শেয়ার