বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম-জালিয়াতির মাধ্যমে ব্যাংক খাত থেকে অসাধু ব্যবসায়ীরা যেসব টাকা তুলে নিয়েছে তার সবই খেলাপি ঋণে পরিণত হয়েছে। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে এসব খেলাপি ঋণ গোপন করে রাখা হতো। গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থ্যানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের বিগত দিনের ক্ষতচিহ্ন ধীরে ধীরে বেরিয়ে আসছে। প্রকাশিত হচ্ছে গোপন করে রাখা সেই খেলাপি ঋণের পরিমাণও।
গত বছরের ডিসেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। আলোচ্য সময় শেষে ব্যাংক খাতের ঋণস্থিতি ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।
বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেয়ার পর এ বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে তিন লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে আদায় অযোগ্য ঋণ ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, এতদিন খেলাপির একটি বড় অঙ্ক গোপন করে রাখা হতো। সব সময় হিসাবের মারপ্যাঁচে সঠিক আড়াল করে প্রকাশ করা হতো। এখন সঠিক তথ্য প্রকাশ করছে, তাই খেলাপি বাড়ছে। এটা আগামীতে আরও বাড়বে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে কিন্তু কমানোর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে ড. মুস্তফা কে মুজেরী বলেন, এখন খেলাপি ঋণ কমানোর প্রকৃত সময়। এজন্য ঋণ আদায়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আদায় ছাড়া কোনোভাবেই খেলাপি ঋণ কমানো সম্ভব হবে না।
তথ্য অনুযায়ী, তিন মাসে (২০২৪ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর প্রান্তিক) খেলাপি ঋণ ৬০ লাখ ৭৮৭.৫৫ কোটি টাকা বা ৩ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা; যা মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯ শতাংশ। সেই হিসেবে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ।
অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. মইনুল ইসলাম বলেন, খেলাপি ঋণের এতদিন যারা ডেকে রেখেছেন, তাদের ছাড়া দেওয়া ঠিক হবে না; পাশাপাশি যারা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না, তাদেরও ধরতে হবে।
খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে জানিয়ে ড. মইনুল বলেন, ঋণ আদায়ের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে, সম্পত্তি জব্দ করে প্রয়োজনে তাদের জেলে পাঠাতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে দ্রুত মামলার নিস্পত্তি করতে হবে। জামিন অবশ্যই ঋণের ৪০ থেকে ৫০ শতাংশ আদায় নিশ্চিত করতে হবে। শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারলে খেলাপি কমে যাবে।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, আমাদের কাছে যতই নতুন তথ্য আসছ ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। আমরা দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে চাই। যেসব ব্যাংকে একীভূত করার দরকার সেগুলো একীভূত করবো অথবা নতুন বিনিয়োগকারী নিয়ে এসে পুনর্গঠন করা হবে। তাছাড়া আইনগত সংস্কার হচ্ছে, ব্যাংক কোম্পানি আইন রিভিউ হচ্ছে। এসব শেষ হলে ব্যাংক খাত আইন অনুযায়ী পুনর্গঠন করা হবে।
খেলাপির বিষয়ে আইএমএফের শর্ত
ডলার সংকটে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ঋণের দারস্ত হয় বাংলাদেশ। ৪৭০ কোটি ডলার ঋণের তিনটি কিস্তি পেয়েছে, বাকি চার কিস্তি শর্ত পূরণ সাপেক্ষে ধাপে ধাপে দেবে সংস্থাটি। এর মধ্যে অন্যতম ২০২৬ সালের মধ্যে বেসরকারি খাতে খেলাপি ঋণ ৫ শতাংশ এবং সরকারি ব্যাংকে ১০ শতাংশের নিচে নামাতে হবে।
সবশেষ ২০২৪ সালের ডিসেম্বর প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণ ৪২ দশমিক ৮৩ শতাংশ, যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছিল ৪০ দশমিক ৩৫ শতাংশ। বেসরকারি ব্যাংকে ১৫ দশমিক ৬০ শতাংশ, যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছিল ১১ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ খেলাপি ঋণের হারও নির্ধারিত মাত্রার অনেক উপরে।
২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এর পর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই অভিযোগ করছেন, তৎকালীন সরকারের ছত্রচ্ছায়ায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, যার একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে।
এম জি