অবশেষে এক সপ্তাহ ধরে চলা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সেই সাথে ক্লাস বর্জন কর্মসূচিও প্রত্যাহার করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) দুপুরে ‘চমেক শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ’ ব্যানারে ক্যাম্পাসে এক মানববন্ধন ও সমাবেশ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান, রোববার (২ মার্চ) সকাল থেকে পূর্বের ন্যায় নিয়মিত কাজে যোগ দিবেন তারা। সেই সাথে শিক্ষার্থীরাও তাদের ক্লাসে অংশ নিবেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি থেকে এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ক্লাস বর্জন করেন মেডিকেল শিক্ষার্থীরাও।
এদিকে, শনিবার অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে আন্দোলনরতদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও উপাধ্যক্ষ আবদুর রব বক্তব্য দেন।
সমাবেশে চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকারিভাবে বিষয়গুলো মীমাংসার চেষ্টা চলছে। এ বিষয়ে ১২ মার্চ আদালতের একটি রায় আসার কথা রয়েছে। তিনি সে পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের।
হাসপাতালের পরিচালক মো. তসলিম উদ্দীন বলেন, বিএমডিসির নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। চলমান সংকটের বিষয়ে মন্ত্রণালয় বিএমডিসিকে দায়িত্ব দিয়েছে। এ ছাড়া পাঁচ হাজার চিকিৎসক নিয়োগসহ নানা বিষয়ে মন্ত্রণালয় পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশনা দিয়েছে।
ওই সমাবেশ থেকে কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বক্তব্য দেন ইন্টার্ন চিকিৎসক আহমদ হাসনাইন ও শিক্ষার্থী মো. সাকিব হোসেন। ইন্টার্ন চিকিৎসক আহমদ হাসনাইন বলেন, মানবিক বিবেচনায় ও স্যারদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। ১২ মার্চ রায় নিয়ে যেন ছিনিমিনি করা না হয়। যদি দাবি আদায় না হয়, তাহলে আবার আন্দোলন শুরু হবে।
এম জি