পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) বাংলাদেশের দক্ষিণ আঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষা গবেষণা সকল ক্ষেত্রেই তার স্বাক্ষর রেখে চলেছে। গত ২৬ শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি গৌরবের ২৪ তম বর্ষে পদার্পণ করে। দীর্ঘ ২৩ বছরে বিশ্ববিদ্যালয় রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও অর্জন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুরুটা হয় ১৯৭৯ সালে পটুয়াখালী কৃষি কলেজের যাত্রার মাধ্যমে। পরবর্তীতে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী কৃষি কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন।কিন্তু তখনো এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি,২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী কৃষি কলেজ বিলুপ্ত করে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয় এবং ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বাস্তব রূপ লাভ করে। ২৬ ফেব্রুয়ারি কে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়।
ক্যাম্পাস পরিচিতি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত। মূল ক্যাম্পাস ৯৭ একর ও বহিঃক্যাম্পাস (বাবুগঞ্জ, বরিশাল) ১৩ একর, মোট ১১০ একর জমির উপর প্রতিষ্ঠিত এই সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয় । সাম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পাশে আরও ২০ একর জমি অধিগ্রহণ করেছে। এছাড়াও মৎস্য অনুষদ জন্য বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ২০০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষা ও গবেষণায় অবদান:
পবিপ্রবি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি একটি গবেষণা কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠা লাভ করেছে।শুরুতে মাত্র কয়েকটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে ৮ টি অনুষদের অধিনে ৫৮ টি ডিপার্টমেন্টেটে শিক্ষা কার্যক্রম চলছে।বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই এর লক্ষ্য ছিল বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, ব্যবসায় শিক্ষা এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় মানসম্মত শিক্ষা প্রদান করা।
ইতোমধ্যে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সে সাফল্য প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষনায় কয়েকটি উন্নত জাতের ফসল আবিষ্কার হয়েছে, যেমন পিএসটিইউ বিলাতি গাব-১, পিএসটিইউ বিলাতি গাব-২, উন্নত জাতের বাতাবিলেবু ও বেশ কয়েকটি উন্নত ও উচ্চ ফলনশীল জাতের ধান। এছাড়াও কৃষিতে বায়োচার প্রযুক্তির উদ্ভাবন যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শুধুমাত্র তাত্ত্বিক নয়, বরং ব্যবহারিক সমস্যা সমাধানের দিকেও নিবদ্ধ। উদাহরণস্বরূপ, কৃষি বিভাগের গবেষকরা স্থানীয় কৃষকদের সাথে কাজ করে নতুন ফসলের জাত ও চাষাবাদ পদ্ধতি নিয়ে কাজ করেছেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে। একইভাবে, মৎস্য বিজ্ঞান বিভাগের গবেষণা দক্ষিণাঞ্চলের মৎস্য সম্পদ রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছাত্রদের জীবনমান ও আবাসন সুবিধা:
বিশ্ববিদ্যালয়ের প্রায় অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে থাকে। প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাস ও বহিস্ত ক্যাম্পাস মিলে ছেলেদের মোট ৫ টি হল রয়েছে, আরো একটি হলের কাজ চলমান। মেয়েদের ৩টি হল এবং আরও একটি হলের কাজ চলমান।
ক্রিয়া ও শরীরচর্চার জন্য প্রতি হলের আলাদা মাঠ আছে, এছাড়াও কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় ব্যায়ামাগার ও আরো একটি ব্যায়ামাগারের কাজ চলমান । প্রতি হলেই আলাদা হল লাইব্রেরী আছে এব এছাড়াও আছে কেন্দ্রিয় গ্রন্থাগার।
শিক্ষা ও সংস্কৃতি :
পবিপ্রবি শুধুমাত্র শিক্ষা ও গবেষণার কেন্দ্রই নয়, এটি শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেরও কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সক্রিয় রয়েছে। এছাড়াও রয়েছে অনুষদ ভিত্তিক বিভিন্ন সংগঠন। শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র পড়াশোনায় নয়, নানা ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন সেমিনার ও কর্মশালা শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটায়। এছাড়া বিভিন্ন দিবস ঘিরে থাকে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।
বর্তমান চ্যালেঞ্জ সমূহ:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) গত ২৩ বছরে শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়টি দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই অগ্রযাত্রায় বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে, যা মোকাবিলা করে ভবিষ্যতে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। প্রথমত, অবকাঠামোগত সীমাবদ্ধতা একটি বড় চ্যালেঞ্জ, কিছু ফ্যাকাল্টির এখনো পর্যাপ্ত ক্লাসরুমের সংকট রয়েছে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা, গবেষণাগারের সুযোগ-সুবিধার অভাব এবং পর্যাপ্ত শ্রেণিকক্ষের অপ্রতুলতা রয়েছে। দ্বিতীয়ত, গবেষণার সুযোগ সীমিত হওয়ায় আধুনিক সরঞ্জাম ও ফান্ডিংয়ের প্রয়োজন রয়েছে। এছাড়াও, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ দুর্বল হওয়ায় শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণার সুযোগ সীমিত হচ্ছে। পটুয়াখালী অঞ্চল প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হওয়ায় বড় ঝড়, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রায়ই বিঘ্নিত হয়, যা একটি বড় চ্যালেঞ্জ।
ভবিষ্যত পরিকল্পনা:
বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বেশ কিছু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে তার মধ্যে রয়েছে একটি আবাসিক ছাত্র হল ও একটি ছাত্রী হলের কাজ। তিনতলা একটি জিমনেসিয়াম এর কাজ চলমান। নতুন করে ২০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে যা ভবিষ্যতে অবকাঠামগত উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট মোকাবেলায় সহায়তা করবে। এছাড়াও আরো বেশ কিছু কাজ পরিকল্পনায় রয়েছে যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত ২৩ বছরে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে । দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই বিশ্ববিদ্যালয়টি আগামী দিনগুলোতেও তার গৌরব ও ঐতিহ্য ধরে রাখবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনজে