চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে নদীতে ২২ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ। তাই জেলেদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এজন্য সরকার কর্তৃক নিবন্ধিত জেলেদের জন্য জনপ্রতি ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রকৃতপক্ষে জেলেদের চাল দেওয়া হচ্ছে ২৭/২৮ কেজি করে। এতে প্রকৃত কার্ডধারী জেলেরা হতাশ।
তারা বলেন, বিগত দিনের মতো আমাদের এখনো চাল কম দেয়। এখন দেশ স্বাধীন, তারপরও আমরা যদি সঠিকভাবে চাল না পাই তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না।
জেলে কার্ডধারীরা অনেকেই অভিযোগ করে বলেন, আমাদের কার্ড আছে, চাল দেওয়ার কথা ৪০ কেজি, কিন্তু পাচ্ছি ২৭/২৮ কেজি করে।
সরজমিনে গিয়ে জহিরাবাদ ইউনিয়ন গিয়ে দেখা যায়, জেলেদের চাল বিতরণ হচ্ছে। ৪০ কেজির পরিবর্তে দেওয়া হচ্ছে ৩০ কেজির বস্তা। তবে জেলে জানান, ৩০ কেজির বস্তায় আছে ২৭/২৮ কেজি। উপস্থিত পাওয়া যায়নি ট্যাগ অফিসারকে।
জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজা বলেন, আমার ইউনিয়ন জেলে আছে ৮শ’ ৪১ জন, কিন্তু চাল পেয়েছি ৭শ’ ৬৬ জনের। তাই সমন্নয় করে ৩০ কেজি করে চাল দিচ্ছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, প্রত্যেক কার্ডধারী জেলেকে ৪০ কেজি দিতে হবে, কম দেওয়ার কোন সুযোগ নেই।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ও জহিরাবাদ ইউনিয়ন ট্যাগ অফিসার সাইফুল ইসলাম জানান, সকালে চাল বিতরণকালে আমি ছিলাম, এখন দুপুর হয়েছে তাই খেতে আসছি। বরাদ্দ কম পাওয়ায় এবং জেলে সংখ্যা বেশি হওয়ায় সমন্বয় করে ৩০ কেজি করে দেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযোগ পেয়ে জহিরবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। কার্ডধারীকে ৪০ কেজি করে দিতে হবে এবং কার্ড সংশোধন করতে হবে।
বিএইচ