চাঁদপুর নৌ অঞ্চলের নৌপথ ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। চাঁদপুর নৌ পুলিশের সদস্যরা টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন, যাতে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত হয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা,ধ্বংসাত্মক বা নাশকতামূলক ঘটনা প্রতিরোধ করা যায়।
সহকারী পুলিশ সুপার, চাঁদপুর জোন, নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নৌ পুলিশের পক্ষ থেকে যাত্রী ও সংশ্লিষ্ট সকলকে যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
এম জি