Top
সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশে নেই মাহমুদউল্লাহ ও নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ভিরাট কোহলি, হার্ষিত রানা, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, কুলদীপ ইয়াদভ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।

উল্লেখ্য, আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে একটিমাত্র জয় রয়েছে বাংলাদেশের। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর গত ১৮ বছরে ভারতের বিপক্ষে বৈশ্বিক আসরে মেন ইন ব্লু’দের বিপক্ষে জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

এম জি

শেয়ার