প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেশিরভাগ নিত্যপণ্যের দাম গতবারের তুলনার এবার সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজার মাসে দাম যাতে সহনীয় থাকে সেদিকে লক্ষ্য রাখবে সরকার।
শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় অনেক পণ্যের দামই সহনীয় পর্যায়ে এসেছে। যোগান স্বাভাবিক হলে সামনে দাম আরও কমবে। সয়াবিন তেলের মূল্য নিয়ে ব্যাপক তদারকি হচ্ছে। এই মাসে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে। বিএনপি হয়তো একটা নির্দিষ্ট তারিখ চাচ্ছে। এ সময় ঐকমত্য সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ খুব শিগগিরই শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পিরোজপুরে বাস রিকুজিশনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং আহতদের পরিবারের দাবি প্রেক্ষিতে ৫টি বাস রিকুজিশন দেয়া হয় বলে ডিসি জানিয়েছেন। সেখানে ডিসির পক্ষ থেকে কোনো খরচ দেয়া হয়নি।
এ সময় উপ প্রেস সচিব আজাদ মজুমদার পাবনার গণডাকাতি প্রসঙ্গে বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে বলা হয়েছে। এটি নিয়ে মিডিয়ায় যেভাবে সংবাদ এসেছে তা অতিরঞ্জিত। একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলে ডাকাতি হয়েছে। এ সময় প্রকৃত তথ্য দিয়ে গণমাধ্যম সহযোগীতা করলে ব্যবস্থা নিতে সুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি।
এম জি