২০১৭ সালের জানুয়ারিতে দেশের সর্ববহৎ বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শীর্ষ ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের নিয়ন্ত্রণে যাওয়ার পরই এই ব্যাংকটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এস আলম গ্রুপ ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেনামে ঋণের নামে ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নেয়া হয়। একটা পর্যায়ে এস আলমের নিয়ন্ত্রিত অন্যান্য ঝুঁকিপূর্ণ ব্যাংককের তালিকায় চলে আসে এক সময়ের শক্তিশালী এই ইসলামী ব্যাংকের নাম। এর মধ্যে ব্যাংকটির এমডি মনিরুল মওলাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় এস আলম ব্যাংকটি থেকে ৭৫ হাজার কোটি টাকা বের করে নেয়। এর ফলে বড় ধরণের তারল্য সংকটের মুখে পড়ে ইসলামী ব্যাংক।
গত বছরের ৫ আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ইসলামী ব্যাংকেও পরিবর্তন আসে। এস আলমের লোকদের দ্বারা গঠিত পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির ঋণ বিতরণেও লাগাম টানে কেন্দ্রীয় ব্যাংক।
গত ১৯ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক একটি চিঠির মাধ্যমে ইসলামী ব্যাংককে ৫ কোটি টাকার বেশি ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দেয়া হয়। আর যদি ৫ কোটি টাকার বেশি বিতরণ করতে হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি নিতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাকে পাত্তাই দিচ্ছে না ইসলামী ব্যাংক। নির্দেশনা উপেক্ষা করে থার্মেক্স গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের নামে ৩৭৪ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে ইসলামী ব্যাংক। চলতি বছরের ২১ জানুয়ারি অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৫১ তম পর্ষদ সভায় এই ঋণ অনুমোদন দেয়া হয়।
ইসলামী ব্যাংকে দেয়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আপাতত ব্যাংকের আর্থিক অবস্থা উন্নতি বিধানে ও আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ৪৫এ ব্যালাদেশ ব্যাংক এর উপর অর্পিত ক্ষমতা বলে নিম্নেক্ত নির্দেশ প্রদান করা হলো।
ক) কৃষি বিনিয়োগ, চলতি মূলধন এবং সিএমএসএনই ক্ষাতে প্রদেয় বিনিয়োগ, প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদেয় বিনিয়োগ, নিজ ব্যাংকে রক্ষিত এফডিআর-এর বিপরীতে এসওডি ও শতভাগ নগদ মার্জিনের বিপরীতে বিনিয়োগপত্র ও অন্যানা পরোক্ষ বিনিয়োগ সুফিয় ব্যতীত অন্য কোনরূপ বিনিয়োগ সুবিধা প্রদান করা যাবে না। গ) অনুচ্ছেদ-ক-তে বর্ণিত খাতে (পাঁচ) কোটি টাকার বেশি বিতরণে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ৫ কোটি টাকার বেশি ঋণ বিতরণের আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেয়ার কথা থাকলেও ইসলামী ব্যাংক সেটা বাস্তবায়ন করেনি। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই তারা থার্মেক্স গ্রুপের নামে ৩৭৪ কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে। থার্মেক্স গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, সিস্টার ডেনিম কম্পোজিট, থার্মেক্স ব্লেন্ডেড ইয়ার্ন, থার্মেক্স কালার কটন, থার্মেক্স নিট ইয়ার্ন ও ইন্ডিগো স্পিনিং লিমিটেড।
এ বিষয়ে কথা বললে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করেছে। ৫ কোটি টাকার বেশি লোন দেয়া তাদের জন্য নিষেধ। আর দিতে হলেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি লাগবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই ইসলামী ব্যাংক তাদের পর্ষদ সভায় এই লোন অনুমদোন দিয়েছে।
এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মনিরুল মওলার মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এম জি