Top
সর্বশেষ

রমজান উপলক্ষে হিলিতে বাঙ্গি আমদানি শুরু

২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
রমজান উপলক্ষে হিলিতে বাঙ্গি আমদানি শুরু
নিজস্ব প্রতিবেদক :

মুসলিম সম্পদ্রায়ের আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে মাস্ক মিলন (বাঙ্গি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে প্রায় ৮ টন ৭০০ কেজি বাঙ্গি দেশে প্রবেশ করে। রোশনি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এ ফল আমদানি করছে।

এ বিষয়ে আমদানিকারকের প্রতিনিধি অহিদুল রহমান রিপন বলেন, রমজানে দেশে বিভিন্ন ধরনের ফলের বাড়তি চাহিদা থাকে। সে কথা বিবেচনা করে প্রথমবারের মতো ভারত থেকে মাস্ক মিলন আমদানি করা হয়েছে। প্রথম চালানে ৮ টন ৭০০ কেজি আমদানি হয়েছে। এ ফল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

এনজে

শেয়ার