কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ১কেজি গাঁজা ও ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে তিন ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ অভিযানে নিজ বাড়ী থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক হয়েছে গনি মিয়া(৩৪) ও শরিফুল ইসলাম(৩২)।
রাজারহাট থানা ওসি তদন্ত সোহেল রানা বলেন, যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক হয়েছে।তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু হয়েছে এবং রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এম জি