পদত্যাগ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেই পদত্যাগের কথা সামনে আনেন তিনি। পরে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের এক মাস পর গত ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর সাড়ে ৫ মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
তবে শিল্পকলার সচিবের প্রতিষ্ঠানটির মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই বলে জানিয়েছেন শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সামনেই তিনি বলেন, শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।
এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, পদত্যাগের বিষয়টি শুনলেও এখনো পদত্যাগের চিঠি পাননি তিনি। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন। তবে এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।
এম জি