‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার(২মার্চ) সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মামুনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা, নতুন ভোটার, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম জি