ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৩ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪১.৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে এরামিট সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৩৭ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–আরএসআরএম স্টিলের ৩১.৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬.৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২০.৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৯.৮০ শতাংশ, ইউসিবির ১৮.৮৯ শতাংশ, সি পার্ল হোটেলের ১৮.০৪ শতাংশ এবং পেনিনসুলার ১৭.২৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস