Top
সর্বশেষ
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার খালাসের রায় বহাল পাকিস্তানে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ৬ আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দিল্লি তৃতীয় খালেদা জিয়ার খালিসের বিরুদ্ধে আপিলে শুনানি আজ শাপলা চত্বর ও সাইদীর রায় ঘিরে হত্যাকাণ্ডকে নথিভুক্ত করার অনুরোধ প্রধান উপদেষ্টার ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮ কলমের খোঁচায় চুরি বন্ধ করুন, কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের ধর্ম উপদেষ্টা ফেব্রুয়ারিতে দেশে এসেছে রেকর্ড ৩১ হাজার কোটি টাকার রেমিট্যান্স ফের কমলো স্বর্ণের দাম নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নজর রাখবে সরকার: প্রেস সচিব

সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

০২ মার্চ, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়।

রোববার (২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়।  তার বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়। যা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে তার বাসায় যে টাকা উদ্ধার করা হয়েছে, তা আদালতের পাঠানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

বিএইচ

শেয়ার