Top

মেসির রেকর্ড গড়ার রাতে, বার্সার জয়

২৩ ডিসেম্বর, ২০২০ ১২:২৫ অপরাহ্ণ
মেসির রেকর্ড গড়ার রাতে, বার্সার জয়
স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। ৬৪৪ গোল করে ফুটবল ইতিহাসে একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন পেলে।

লা লিগার ম্যাচে মঙ্গলবার রিয়াল ভ্যালাদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তিন গোলের মধ্যে শেষ গোলটি করেন মেসি। ৬৫তম মিনিটে পেদ্রির কাছ থেকে বল পেয়ে নিপুণ দক্ষতায় প্রতিপক্ষের জালে পৌঁছে দেন তিনি। তাতেই রেকর্ড বইয়ে উঠে যায় মেসির নাম।

ম্যাচের ২১তম মিনিটে ল্যাংলেটের গোলে লিড নেয় বার্সেলোনা। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাথওয়েট। ৬৫তম মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। পেদ্রোর কাছ থেকে বল পেয়ে গোলের সুযোগটি হাতছাড়া করেননি মেসি।

রেকর্ড গড়ার পর ইন্সটাগ্রামে মেসি লিখেছেন, ‘ফুটবল খেলা শুরু করার সময় আমি ভাবিনি যে, কোনো রেকর্ড ভাঙতে পারব। পেলের এই রেকর্ডটি ভাঙতে পারব সেটি ভাবনাতেই ছিল না। বছরের পর বছর ধরে যারা আমাকে সাহস জুগিয়ে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই সেই রেকর্ডটি ভেঙেছেন মেসি।

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ভ্যালাদোলিদ আছে ১৮তম অবস্থানে। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার