Top

এসএমই খাতে প্রণোদনা ঋণ বিতরণে ধীরগতি

২৫ ডিসেম্বর, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
এসএমই খাতে প্রণোদনা ঋণ বিতরণে ধীরগতি
মো. সাইমউল্লাহ সবুজ :

করোনা পরিস্থিতে ক্ষতিগ্রস্ত এসএমই খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। প্রণোদনা ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে বিশেষ সহায়তা করলেও ঋণ বিতরণে হচ্ছে ধীরগতিতে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলো এসএমই প্রণোদনা ঋণ বিতরণ করেছে মোট লক্ষ্যমাত্রার মাত্র ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের ব্যাংকগুলো এস‌‌এমই খাতের প্রণোদনা ঋণ বিতরণ করেছে ৪ হাজার কোটি টাকা। এই ঋণ বিতরণ করা হয়েছে মোট ২৮ হাজার এসএমই উদ্যোক্তার মধ্যে। ঋণ বিতরণে কিছু ব্যাংকের অগ্রগতি দেখা গেলেও পিছিয়ে রয়েছে অধিকাংশ ব্যাংক।

এসএমইতে প্রণোদনা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ঋণ বিতরণ করা ব্যাংকগুলো মধ্যে রয়েছে রাষ্ট্রিয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি দেশিয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক এবং বিদেশি মালিকানাধীন উরি ব্যাংক। এছাড়া পাঁচ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কেবল আইডিএলসি ফাইনান্স লিমিটেড।

একই সময়ে লক্ষ্যেমাত্রার পাঁচ শতাংশ ঋণ বিতরণ করতে না পারা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সরকারি মালিকানা বেসিক ব্যাংক, বেসরকারি দেশিয় মালিকাধিন সাউথইস্ট ব্যাংক, ইর্স্টাণ ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিমান্ত ব্যাংক। বেসরকারি মালিকাধীন ইসলামী শরিয়ার ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিদেশি মালিকাধিন কমার্সসিয়াল ব্যাংক অফ সিলন। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাঁচ শতাংশ এসএমই প্রণোদনা ঋণ বিতরণ না করতে পারার মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক এসএমই ফাইনইন্সিং কোম্পানি।

সংশ্লিষ্টরা ব্যক্তিরা বলছেন, গত অর্থবছরেও প্রথম ছয় মাসে প্রণোদনা ঋণ বিতরণের হার কম ছিল। পরের ছয় মাসে বিতরণ হার বেড়েছে। ব্যাংক গুলোকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে বিতরণ পরিমাণ বাড়ানোর জন্য। চলতি বছর শেষে ঋণ বিতরণ বাড়ানোর লক্ষ্যে আরও জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বোচ্চ এসএমই প্রণোদনা ঋণ বিতরণ করা ব্র্যাক ব্যাংকের ব্যস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন বলেন, ব্র্যাক ব্যাংক সবসময় এসএমই খাতকে অগ্রাধীকার দিয়ে থাকে। আমরা মনে করি দেশের উন্নয়নে এসএমই খাতকে বেশি অগ্রাধীকার দেওয়া প্রয়োজন। ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকেই এই খাতকে গুরুত্ব দিয়ে আসছে। এই খাতে ব্র্যাক ব্যাংকের দক্ষতা বেশি তাই সহজেই ঋণ বিতরণ করতে পারে। গত বছর লক্ষ্যমাত্রার বাস্তবায়ন করে আরো অতিরিক্ত প্রণোদনা ঋণ বিতরন করা হয়েছে। এবছরও আমরা আশাবদি লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করে অতিরিক্ত প্রণোদনা ঋণ বিতরন করতে পারব।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বছরের শেষের দিকে করোনা পরিস্থিতি খারাপের দিকে। গত বছর এসএমই খাতে প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে তাই চলতি অর্থবছরে প্রণোদনা ঋণ বিতরণের হার কম। এছাড়াও নিয়মিত গ্রাহকরা ঋণ পরিশোধে বিলম্ব করছে, ফলে নতুন গ্রাহকদের ঋণ দিতে আগ্রহ হারাচ্ছে ব্যাংকগুলো। তবে গত বছরের ন্যায় এই অর্থবছরেরও শেষেরে দিকে ঋণ বিতরণ হার বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলো এসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণে আগ্রহ। তারা এই বিষয়ে অনীহা প্রকাশ করে থাকে। ঋণ বিতরণ না করার নানা কারণ দর্শালেও সুনিদিষ্ট কোন কারণ নেই। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে ব্যাংকগুলো এসএমই ঋণ বিতরণে অনিহা প্রকাশ করবে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং যারা ভালো করবে বিশেষ সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া দিতে পারে।

হাতের কাজের পোশাক নিয়ে কাজ করা এক নারী উদ্যোক্তা পারভীন ইসলাম বলেন, নিজস্ব অর্থয়নে ব্যবসা পরিচালনা করছি। করোনা পরিস্থিতিতে ঋণ সহায়তা পেলে ব্যবসার প্রসার গঠানো সম্ভব হতো। প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত হতো। ঋণ পেতে ব্যাংকগুলো দ্বারস্থ হলেও তারা সহায়তা করে না। ব্যাংকের ঋণ সহায়তা পেলে অনেক উপকৃত হতাম।
আরেক এসএমই নারী উদ্যোক্তা শাহীনা আক্তার বলেন, এক সময় ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করেছি। তবে ব্যাংকগুলো এসএমই প্রতিষ্ঠান বান্ধব না। ঋণের জন্য ব্যাংকারদের নিকট গেলে নানা হয়রানি স্বীকার হতে হয়। আর প্রণোদনা ঋণ কিংবা এমই বিশেষ সুবিধার ঋণের তাদের বললে উল্টো বোক হয়ে ফিরতে হয়। কেননা এমন কোন বিশেষ ঋণ সুবিধা আছে বলে তারা জানাতেই সংকোচ বোধ করেন। এক কথায় বললে বলব, ব্যাংকগুলো এখনো ক্ষুদ্র উদ্যোক্তাদের বন্ধু হতে পারেনি।

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরকারি ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ বিতরণের ঘোষণা করে। এই আর্থিক সহায়তার আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের তারল্য প্রবাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার আবতর্নশীল পুনঃঅর্থায়ন স্কীম গঠন করে। গত জুলাই থেকে শুরু হওয়া এ প্রণোদনা ঋণের সুদহার ৯ শতাংশ। তবে এর মধ্যে পাঁচ শতাংশ ভর্তুকি দেবে সরকার, বাকিটা গ্রাহক পরিশোধ করবে। গত (২০২০-২০২১) অর্থবছরে ২০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গুলো বিতরণ করেছে ১৫ হাজার ৩৮৭ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ। এই ঋণ সুবিধা পেয়েছিল ৯৭ হাজার গ্রাহক।

শেয়ার