Top

ব্যাংকের বকেয়া ঋণের তথ্য প্রদানে নতুন নির্দেশ

২৮ ডিসেম্বর, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
ব্যাংকের বকেয়া ঋণের তথ্য প্রদানে নতুন নির্দেশ

এখন থেকে ব্যাংকগুলোকে খাতভিত্তিক বকেয়া ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংকের ই-মেইলে পাঠানোর পরিবর্তে সফটওয়্যারে আপলোড করতে হবে।

সোমবার (২৭ ডি‌সেম্বর) বাংলা‌দেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে‌ছে।

সার্কুলারে বলা হয়, চলতি বছরের ডিসেম্বর থেকে সংশোধিত ফর্মুলা অনুযায়ী খাতভিত্তিক ঋণ ও অগ্রিম সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী (ডিবি-৮) ই-মেইলে পাঠানোর বদলে র‌্যাশনালাইজড ইনপুট টেমপ্লেটের (আরইটি) মাধ্যমে ‘সেক্টর কনসেনট্রেশন সিস্টেম’ সফটওয়্যারে আপলোডের নির্দেশনা দেওয়া হলো।

খাতভিত্তিক বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণীতে বকেয়া ঋণের স্থিতি, ঋণ আদায় ও বিতরণের পরিমাণ নিরূপণের ফর্মুলা সংশোধনের পাশাপাশি নতুন দুটি খাত ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, লেদার অ্যান্ড লেদার বেজড ইন্ডাস্ট্রি অন্তর্ভুক্ত করা হ‌য়ে‌ছে বলেও সার্কুলারে জানানো হয়।

শেয়ার