Top

ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হলেন নুরুন নাহার

০৮ জানুয়ারি, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হলেন নুরুন নাহার

ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ পেলেন নুরুন নাহার বেগম। পহেলা জানুয়ারি থেকে তিনি এ দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। একই সাথে তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি ২০০১ সাল থেকে ব্র্যাক ব্যাংকের টেকনোলজি ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এ নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের টেকনোলজি ডিভিশনের হেড অব কোর ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন। গত দুই দশক ধরে তিনি এই ডিভিশনের বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং ব্যাংকের প্রযুক্তি অবকাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এছাড়াও তিনি ব্যাংকের নারী কর্মকর্তাদের ফোরাম ‘তারা’ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক-কে বাংলাদেশের অন্যতম নারী বান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যাংকের সেইফগার্ডিং পলিসি তৈরিতেও তিনি ভূমিকা রাখেন।

একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক লিডারশিপ পজিশনে নারীদের নিয়োগ করে থাকে। তাঁর এই নিয়োগ ক্যারিয়ারে উচ্চতর লক্ষ্য নির্ধারণে ব্র্যাক ব্যাংক ও সর্বোপরি ব্যাংকিং খাতের নারী সহকর্মীদের অনুপ্রাণিত করবে।

শেয়ার