মহামারি করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে অর্থনীতির চাকা পুরোদমে সচল হওয়ায় চলতি অর্থবছরের শুরু থেকে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি টানা সাত মাস বাড়তে শুরু করেছে। দুই বছর পর দ্বিতীয়বারের মতো ডিসেম্বরেও অর্থনীতির গুরুত্বপূর্ণ এ সূচক দুই অঙ্কের ঘরে অবস্থান করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি নভেম্বরের চেয়ে দশমিক ৫৭ শতাংশ পয়েন্ট বেড়ে ১০ দশমিক ৬৮ শতাংশে উঠেছে। যা নভেম্বরে ছিলো ১০ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ গত ২০২০ সালের নভেম্বরের চেয়ে ২০২১ সালের নভেম্বরে বেসরকারি খাতের উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০ দশমিক ৬৮ শতাংশ বেশি ঋণ পেয়েছেন। এছাড়া অক্টোবরে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৪৪ শতাংশ। সেপ্টেম্বরে হয়েছিল ৮ দশমিক ৭৭ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলেন, অধিক পরিমাণ আমদানি বৃদ্ধি, বিশেষ করে মুলধনী যন্ত্রপাতি আমদানি বাড়ার ফলে বেসরকারি খাতের ঋণ বাড়ছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বাড়া অর্থনীতির জন্য খুবই ভালো দিক। এর মাধ্যমে দেশে বিনিয়োগ বাড়ার ইঙ্গিত দিচ্ছে। তার মানে নতুন বছর বিনিয়োগের একটি ইতিবাচক আবহ নিয়েই শুরু হচ্ছে।’
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এ খাতে ফের কিছুটা প্রভাব ফেলবে আশঙ্কা করে তিনি বলেন, ‘জানুয়ারির শুরু থেকে কোভিড সংক্রমণের পরিমাণটা বাড়ছে। এর ফলে আগামী মাসে বেসরকারি ঋণে কিছুটা কমবে তবে ফেব্রুয়ারিতে আবার বাড়বে বলে প্রত্যাশা তার।’
তিনি বলেন, বেসরকারি খাতের ঋণ ২০ শতাংশ যেতে পাড়ে। এর ফলে অর্থনীতিতে পুরোপুরি গতি ফিরবে। তবে এর বেশি হলে কিছুটা সমস্যাও রয়েছে।
চলতি অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংক গত জুলাই মাসে মুদ্রানীতি ঘোষণা করেছিল, তাতে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয় ১৪ দশমিক ৮ শতাংশ। এ হিসাবে দেখা যাচ্ছে, ডিসেম্বর শেষে উদ্যোক্তারা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের চেয়ে এখনও প্রায় ৪ শতাংশ ঋণ কম নিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, কোভিডের কারণে গত মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি খুবই কম ছিল। সে সময়ে ৭ দশমিক ৫৫ শতাংশে ঋণের প্রবৃদ্ধি নেমে আসে। এর পর থেকে তা ধারাবাহিকভাবে ডিসেম্বর পর্যন্ত বাড়ছে। ২০২১ সালের প্রথম মাস জানুয়ারিতে এই প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ। ফেব্রুয়ারি ও মার্চে ছিল যথাক্রমে ৮ দশমিক ৫১ ও ৮ দশমিক ৭৯ শতাংশ। এপ্রিলে নেমে আসে ৮ দশমিক ২৯ শতাংশে। মে মাসে তা আরও কমে নেমে যায় ৭ দশমিক ৫৫ শতাংশে।
তবে করোনার প্রকোপ কমতে থাকায় জুনে ঋণ প্রবৃদ্ধি খানিকটা বেড়ে ৮ দশমিক ৩৫ শতাংশে উঠে কিছুটা পুনরুদ্ধার হয়। তারপর থেকে ঋণপ্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকে। জুলাই ও আগস্টে এই সূচক ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৮ ও ৮ দশমিক ৪২ শতাংশ। সেপ্টেম্বরে ৮ দশমিক ৭৭ শতাংশ, অক্টোবরে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮৮ শতাংশ।
এদিকে সাম্প্রতি প্রকাশিত সেপ্টেম্বর প্রান্তিকের Quarterly Financial Stability Assessment প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, কোভিড-১৯ এর কারণে ২০২১ অর্থবছরে ঋণ প্রবৃদ্ধি কমে গেছে। তবে ২০২২ সালে বিদেশি বাণিজ্য বাড়ার কারণে প্রবৃদ্ধি পুনরায় বৃদ্ধি শুরু হয়েছে। যদি মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি উন্নতি হতে থাকে তবে আমরা আশা করছি ২০২২ সালের শেষের দিকে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিতে গতি ফিরবে।