Top

জনতা ব্যাংকের সেরা গ্রাহক বেক্সিমকো

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
জনতা ব্যাংকের সেরা গ্রাহক বেক্সিমকো

আবারও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সেরা গ্রাহক হিসেবে সম্মাননা পেল প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পারিবারিক কোম্পানি বেক্সিমকো লিমিটেড। ২০২১ সালেও একই গ্রুপ পায় সেরা গ্রাহকের সম্মাননা।

রোববার রাতে রাজধানীর একটি হোটেলে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও আব্দুছ ছালাম আজাদ জানান, ২০২১ সালে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপ ১১ হাজার ৬১০ কোটি টাকার পণ্য রপ্তানি করে। এই একটি গ্রুপের মাধ্যমেই বৈদেশিক মুদ্রা এসেছে ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

ওই বছরে জনতা ব্যাংকের মোট রপ্তানি বাণিজ্যের ৭৯ শতাংশই হয়েছে লোকাল অফিসের মাধ্যমে। আর শাখাটির রপ্তানি বাণিজ্যের ৮৬ শতাংশ জোগান দিয়েছে বেক্সিমকো গ্রুপ। ওই বছরে বেক্সিমকোর কারণে ৭০৭ কোটি টাকা মুনাফা অর্জন করে জনতা ব্যাংক।

অনুষ্ঠানে জানানো হয়, রপ্তানি বাণিজ্যের পাশাপাশি মহামারির মধ্যেও গ্রুপটি ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি বলেন, ‘দেশের বড় শিল্পগুলোর বিকাশে সরকারি ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব ব্যাংকের ব্যবসায়িক সহযোগিতা ছাড়া বড় বড় শিল্প কারখানাগুলো এ পর্যন্ত আসতে পারত না।’

অনুষ্ঠানে বেক্সিমকোর পক্ষ থেকে বলা হয়, করোনায় দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্যে মন্দাবস্থা বিরাজ করলেও সময়মত সঠিক পদক্ষেপ গ্রহণ করায় বেক্সিমকোর ব্যবসা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গ্রুপের ওষুধ ও টেক্সটাইল খাতে রপ্তানি আদেশ বেড়েছে।

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় অর্জনে বেক্সিমকো গ্রুপ অনন্য ভূমিকা পালন করছে। গ্রুপটির সঙ্গে আমাদের পথচলা শুরু হয়েছিল দুই যুগেরও আগে। বেক্সিমকো সারা বিশ্বে তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন ধরনের উপকরণ রপ্তানি করছে। গ্রুপটির ২৮টি কোম্পানিতে ৬৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

অনুষ্ঠানে দ্বিতীয় সেরা রপ্তানিকারকের পদক তুলে দেয়া হয় মাল্টি ফ্যাবস লিমিটেডের হাতে। কোম্পানিটি ৫৮৩ কোটি টাকা পণ্য রপ্তানি করে এই পদক পেয়েছে। এ ছাড়া ২৮৮ কোটি টাকার পণ্য রপ্তানি করে জনতা ব্যাংকের তৃতীয় সর্বেচ্চ রপ্তানিকারকের মর্যাদা অর্জন করে অর্গানিক শ্রীম্পস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনতা ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘সরকারি ব্যাংকগুলো অনেক ভালো কাজ করছে। আমরা ব্যাংকটিকে আরও শক্তিশালী ভিতের উপর দাঁড় করাতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, কে এম শামসুল আলম, আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুল মজিদ, রুবীনা আমীন এবং মেশকাত আহমেদ চৌধুরী, বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক মোস্তফা জামানুল বাহার, বেক্সিমকো টেক্সটাইলসের সিএফও অনিল কুমার মহেশ্বরী, বেস্কিমকো ফার্মার সিএফও আলী নেওয়াজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার