ধারাবাহিকভাবে বাড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। টানা আট মাস ধরে অব্যাহত রয়েছে অর্থনীতির এ সূচক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২২ সালের প্রথম মাস জানুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের গত ডিসেম্বরের চেয়ে শূন্য দশমিক ৩৯ শতাংশ পয়েন্ট বেড়ে ১১ দশমিক শূন্য ৭ শতাংশে উঠেছে। যা গত ডিসেম্বরে ছিলো ১০ দশমিক ৬৮ শতাংশ।
অর্থাৎ ২০২১ সালের জানুয়ারির চেয়ে ২০২২ সালের জানুয়ারি বেসরকারি খাতের উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১১ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি ঋণ পেয়েছেন। এছাড়া গত বছরের শেষ মাস ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ৬৮ শতাংশ। তার আগের মাস নভেম্বরে প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ১১ শতাংশ; অক্টোবরে ৯ দশমিক ৪৪ শতাংশ আর সেপ্টেম্বরে হয়েছিল ৮ দশমিক ৭৭ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক কয়েক বছর বিনিয়োগ চাহিদা কম রয়েছে। সাধারণভাবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে থাকলেও ২০১৯ সালের নভেম্বরে প্রথমবারের মতো তা নেমে আসে ৯ দশমিক ৮৭ শতাংশে। ২০২০ সালে করোনাভাইরাসের প্রভাব শুরুর পর আরও কমতে থাকে। ২০২০ সালের মে মাসে প্রবৃদ্ধি সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন ৭ দশমিক ৫৫ শতাংশে নেমে যায়। তবে পরের মাস জুন থেকে একটু করে বাড়তে এ পর্যায়ে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জানুয়ারি শেষে বেসরকারি খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৬৬ হাজার ২৫৭ কোটি টাকা। আগের বছরের একই সময় শেষে ছিল ১১ লাখ ৪০ হাজার ২৩ কোটি টাকা। এক বছরে ঋণ বেড়েছে এক লাখ ২৬ হাজার ২৩৪ কোটি টাকা বা ১১ দশমিক শূন্য ৭ শতাংশ।
তবে বাংলাদেশ ব্যাংক গত বছরের জুলাই মাসে মুদ্রানীতি ঘোষণা করেছিল, তাতে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয় ১৪ দশমিক ৮ শতাংশ। সে হিসাবে ২০২১ সালের জানুয়ারি শেষে উদ্যোক্তারা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের চেয়ে এখনও ৩ শতাংশ ঋণ কম পেয়েছেন।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, করোনায় গত মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি কমেছিল। সে সময়ে ৭ দশমিক ৫৫ শতাংশে ঋণের প্রবৃদ্ধি নেমে আসে। এরপর থেকে ধারাবাহিকভাবে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ছে। ২০২১ সালের প্রথম মাস জানুয়ারিতে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ। ফেব্রুয়ারি ও মার্চে ছিল যথাক্রমে ৮ দশমিক ৫১ এবং ৮ দশমিক ৭৯ শতাংশ। এপ্রিলে নেমে আসে ৮ দশমিক ২৯ শতাংশে। মে মাসে তা আরও কমে ৭ দশমিক ৫৫ শতাংশে নেমে যায়।
তবে করোনার প্রকোপ কমতে থাকায় গত অর্থবছরের শেষ মাস জুনে ঋণ প্রবৃদ্ধি খানিকটা বেড়ে ৮ দশমিক ৩৫ শতাংশে উঠে কিছুটা পুনরুদ্ধার হয়। তারপর থেকে ঋণপ্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকে। জুলাই ও আগস্টে এই সূচক ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৮ ও ৮ দশমিক ৪২ শতাংশ।
বর্তমানে আমদানি ও রপ্তানি আগের চেয়ে বাড়ছে। গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে আমদানি বেড়েছে ৫৪ দশমিক ৪৭ শতাংশ। আর জানুয়ারি পর্যন্ত সাত মাসে রপ্তানি বেড়েছে ৩০ দশমিক ৩৪ শতাংশ। এই সাত মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। প্রবাসী আয় কমতে থাকায় বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের এ পর্যন্ত ৩০০ কোটি ডলারের বেশি বিক্রি করেছে। যে কারণে গত আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪৬ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, নতুন বছরের শুরুতে ঋণ প্রবৃদ্ধি বৃদ্ধি অর্থনীতির জন্য খুবই ভালো একটি দিক।