Top
সর্বশেষ

৯ ব্যাংকে প্রভিশন ঘাটতি ২২ হাজার ৫৭৩ কোটি টাকা

০৩ মার্চ, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
৯ ব্যাংকে প্রভিশন ঘাটতি ২২ হাজার ৫৭৩ কোটি টাকা
রোহান রাজিব :

বিভিন্ন ছাড়ের পরও ব্যাংক খাতে বেড়েছে খেলাপি ঋণ। খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ায় সরকারি-বেসরকারি মোট নয় ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ ঘাটতি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর মাস শেষে ৯ ব্যাংকের প্রভিশন ঘাটতি দেখা দিয়েছে ২২ হাজার ৫৭৩ কোটি ৪৪ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রভিশন ঘাটতিতে থাকা ৯ ব্যাংকের তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত ৪টি। জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ও রূপালী ব্যাংক। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি হয়েছে ১৮ হাজার ৪২৮ কোটি টাকা। আর বেসরকারি খাতের রয়েছে ৫টি। বাংলাদেশ কমার্স ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক। যাদের প্রভিশন ঘাটতির পরিমান ৪ হাজার ১৪৫ কোটি ৩৭ লাখ টাকা।

তবে কোনো কোনো ব্যাংক প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসাবে রেখে দেওয়ায় সার্বিকভাবে ব্যাংক খাতে ঘাটতির পরিমাণ কিছুটা কমে গেছে। সার্বিকভাবে বাণিজ্যিক পুরো ব্যাংকে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতির পরিমাণ ১৪ হাজার ৭ কোটি ২৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বর প্রান্তিকের সর্বশেষ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রভিশন ঘাটতি থাকলে সংশ্লিষ্ট ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারে না। এছাড়া যেসব ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তাদের মূলধন ঘাটতিতে পড়ার আশঙ্কা থাকে।

গত ডিসেম্বর শেষে দেশে বিতরণ করা মোট ১৩ লাখ ১ হাজার ৭৯৭ কোটি ২৬ লাখ টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে এক লাখ ৩ হাজার ২৭৩ কোটি ৭৮ লাখ টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা। হিসাব অনুযায়ী, তিন মাসে খেলাপি বেড়েছে ২ হাজার ১২৪ কোটি টাকা। এর আগের বছর ২০২০ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ। আর ২০২০ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকের নিয়মিত ঋণের বিপরীতে দশমিক ২৫ থেকে ৫ শতাংশ হারে ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হয়। এরমধ্যে এসএমই বিপরীতে দশমিক ২৫ শতাংশ আর ক্রেডিট কার্ডে রাখতে হয় সর্বোচ্চ ৫ শতাংশ। এছাড়া নিম্নমান বা সাব স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ বা কু-ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হয়।
আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বর শেষে অগ্রণী ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ কোটি ৩২ লাখ টাকা, বেসিক ব্যাংকের ৪ হাজার ১১৫ কোটি ৩৪ লাখ টাকা, জনতা ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯১ কোটি টাকা এবং রূপালী ব্যাংকের ১ হাজার ৩ কোটি ৩৯ লাখ টাকা ঘাটতি রয়েছে।
অন্যদিকে বেসরকারিগুলোর মধ্যে ডিসেম্বর শেষে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৩১৬ কোটি ১৮ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের প্রভিশন ঘাটতি ২১২ কোটি ৪৭ লাখ টাকা, মিউচুয়াল টাস্ট ব্যাংকের প্রভিশন ঘাটতি ২০৫ কোটি ১০ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকের প্রভিশন ঘাটতি ৩ হাজার ২৬২ কোটি ৬২ লাখ টাকা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১৪৯ কোটি টাকা।

গত ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল ৮০ হাজার ৬৫৪ কোটি টাকা। কিন্তু সংরক্ষণ করা হয়েছে ৬৬ হাজার ৬৪৭ কোটি ২২ লাখ টাকা। ফলে সার্বিকভাবে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি ১৪ হাজার ৭ কোটি ২৪ লাখ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দীন আহমেদ বলেন, সব ব্যাংকেই খেলাপির হার বেড়েছে। এর মধ্যে কয়েকটি ব্যাংক প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, খেলাপি কমাতে কেন্দ্রীয় ব্যাংককে আরো তৎপর হতে হবে। একই সঙ্গে ঋণ আদায় বাড়ানোর পাশাপাশি ব্যাংক খাতকে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে আনতে হবে।

উল্লেখ্য, সরকারি-বেসরকারিসহ সব ধরনের ব্যাংক যেসব ঋণ বিতরণ করে, তার গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) হিসেবে জমা রাখতে হয়। কোনো ঋণ শেষ পর্যন্ত মন্দ (খেলাপি) ঋণে পরিণত হলে তাতে ব্যাংক যেন আর্থিকভাবে ঝুঁকিতে না পড়ে, সেজন্য নিরাপত্তা সঞ্চিতি রাখার বিধান রয়েছে।

শেয়ার