স্নাতক ও স্নাতকোত্তর শ্রেনীর ফলাফল অপেক্ষমান ও শেষবর্ষের শিক্ষার্থীরা এনআরবিসি ব্যাংক হাতে-কলমে ব্যাংকিং শেখার (ইন্টারর্নশিপ) সুযোগ পাচ্ছেন। সর্বনিম্ন তিনমাস মেয়াদী এই ইন্টার্নশিপে তাদেরকে দেওয়া হবে সম্মানীও।
এছাড়া ২৬ থেকে ৪০ হাজার টাকা বেতনে শিক্ষানবিশ কর্মকর্তা নেবে এনআরবিসি ব্যাংক। এসব পদে নিয়োগ পেতে আগামী ১৫ মার্চের মধ্যে http://www.nrbcommercialbank.com/career এই ঠিকানায় আবেদন করতে হবে।
প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও স্বকীয় উদ্ভাবনী ব্যাংকিং সেবার প্রসারে অপ্রতিদ্বন্ধী এনআরবিসি ব্যাংক। সারাদেশে ৭৫০টিরও বেশি সেবাকেন্দ্রের মাধ্যমে এর ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এনআরবিসি ব্যাংকের নেটওয়ার্ক। এই সম্প্রসারিত নেটওয়ার্কের সাথে জড়িত হতে শিক্ষানবিশ কর্মকর্তা, ফিল্ড অফিসার, ইউনিট ইনচার্জ, এরিয়া ম্যানেজার নেবে ব্যাংকটি। এছাড়া, তরুণদের হাতে-কলমে শিক্ষা দিয়ে ভবিষ্যতের একজন দক্ষ কর্মী তৈরিতে ইন্টার্নশিপের সুযোগ দেবে এনআরবিসি ব্যাংক।
পদের নাম: শিক্ষানবিশ কর্মকর্তা
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: ২৬০০০-৪০০০০ টাকা
যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নাম: ফিল্ড অফিসার/ ইউনিট ইনচার্জ/ এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নাম : ইন্টার্নশিপ
পদসংখ্যা: নির্ধারিত নয়
মাসিক সম্মানী : ১০০০০ টাকা।
যোগ্যতা: বিএসসি/বিবিএ/বিএ/বিএসএস/বিকম ডিগ্রি।