Top

দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা

১৩ মার্চ, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে  খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এ ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও সায়েন্টিফিক সেমিনার শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় জ্বরের সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্তে আমরা কমিটি করে দিয়েছি। ইতোমধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে ১৮ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ২০০৮ সালে আমরা ক্ষমতায় আসার আগে সরকারিভাবে চিকিৎসক ছিল ১৮ হাজারের মতো। গত তিন মেয়াদে আরও ১৮ হাজার নিয়োগ হয়েছে। একই সময়ে নার্স নিয়োগ হয়েছে ২০ হাজারের বেশি। ফলে বর্তমানে দেশে ৪৭ হাজার নার্স রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের সব বিভাগে মেডিকেল কলেজ হচ্ছে। বার্ন ইউনিট হচ্ছে। নিউরোসায়েন্স, অর্থোপেডিক, স্কিন, মানসিক স্বাস্থ্যসেবাও চলবে এখানে। মেডিকেল কলেজ ও সিট বাড়লে পদ বাড়ে। গত পাঁচ বছরে মেডিকেল কলেজে ১২শ সিট বাড়ানো হয়েছে। যা দেশের ইতিহাসে নজিরবিহীন। আজ সচিব কমিটিতে মেডিসিনে নতুন করে ১৮৩টি পদ বাড়ানো হয়েছে। পদায়ন নিয়ে চিকিৎসকেরা যে দাবির কথা তুলেছেন, সেটা আমরা যতটা সম্ভব করব।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরীসহ আরও অনেকে।

শেয়ার