Top
সর্বশেষ

দ্রব্যমূল্য বৃদ্ধি করলেই ব্যবস্থা গ্রহন

১৪ মার্চ, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
দ্রব্যমূল্য বৃদ্ধি করলেই ব্যবস্থা গ্রহন
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোন অসাধু ব্যবসায়ী সুযোগ নিলেই তার বিরুদ্ধে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, আমজাদ হোসেন, আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোন অসাধু ব্যবসায়ী যাতে সুযোগ নিতে না পারে সেজন্য বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের তথ্য ও প্রমাণ পেলেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া আসন্ন রমজান মাসেও একইভাবে বাজার মনিটরিং করা হবে।

তিনি আরও বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস সকলের সহযোগীতায় যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি এজন্য সকলের সহযোগিতা করতে বলা হয়েছে।

শেয়ার