Top

বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়া সমাধিসৌধে অনুষ্ঠানমালা

১৫ মার্চ, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়া সমাধিসৌধে অনুষ্ঠানমালা

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে “টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি” শীর্ষক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এতে উপস্থিত থাকবেন।

সোমবার (১৪ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কোডিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির সদস্যসহ বিভিন্ন অতিথিরা অংশ নেবেন।

ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৭ মার্চ জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ মার্চ থেকে ওই মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগিতায় এবং জেলা প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যবস্থাপনায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান চলবে। এতে অংশ নেবেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ, মন্ত্রী-এমপিসহ বিশিষ্ট আলোচকরা।

এছাড়া ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনের সহায়তায় “মুজিববর্ষ লোকজ মেলা” অনুষ্ঠিত হবে।

গত বছরের নভেম্বরে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। কিন্তু এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের সময় পরিবর্তন করে ২০২২ সালের ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তা আয়োজনের সিদ্ধান্ত হয়। এরই মধ্যে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আবারও এ সময় পরিবর্তন করে ১৭ মার্চ পরবর্তী দিন ঠিক করা হয়।

শেয়ার