দুদিন আগে সিনেমাটি দেখার জন্য ছুটি ঘোষণা করেছে দেশটির মধ্যপ্রদেশের রাজ্য সরকার। ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত সিনেমাটি দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি দেওয়ার কথা জানায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এছাড়া বিজেপির সংসদীয় দলের বৈঠকে সিনেমাটির প্রশংসা করে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।
তবে বুধবার নাম না করেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় তিনি বললেন, ‘কেউ সিনেমা দেখতে যাবে না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।’
তাকে আরও বলতে শোনা যায়, ‘ওদের আসলে অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানানয়। দেখবেন না। বিশ্বাসও করবেন না।’
উল্লেখ্য, বিবেক অগ্নিহোত্রী রচিত ও পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর চার দিনে ৪২.২০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে ৭৫ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি।
সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন, ষড়যন্ত্রের শিকার হচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সেই সত্যিটা ধামাচাপা দিতে আসরে নেমে পড়েছে ‘গ্যাং’।
সূত্র : হিন্দুস্তান টাইমস