Top
সর্বশেষ

ন্যায্যমূল্যের দোকান স্থাপনের দাবি শিল্পাঞ্চলে

১৮ মার্চ, ২০২২ ২:৪২ অপরাহ্ণ
ন্যায্যমূল্যের দোকান স্থাপনের দাবি শিল্পাঞ্চলে

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম জোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতাল পালন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। সংগঠনটি দাবি জানিয়ে বলেছে, বাজারমূল্য বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের মহার্ঘ্য ভাতা ও প্রতিটি শিল্পাঞ্চলে ন্যায্যমূল্যের দোকান স্থাপন করতে হবে।

শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ডিসেম্বর থেকে গার্মেন্টস শ্রমিকদের বর্তমান মজুরি কাঠামো কার্যকর হয়েছে। ওই সময় শ্রমিকরা পে-কমিশনের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণার দাবি করেছিল। কিন্তু শ্রমিকদের সেই দাবি পাশ কাটিয়ে মালিক প্রভাবিত মজুরি বোর্ড ন্যূনতম মজুরি মাত্র ৮ হাজার টাকা ঘোষণা করেছিল। যা শ্রমিকদের পুষ্টি এবং জীবনমান রক্ষায় প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল।

তারা বলেন, বর্তমান সময়ে চালের দাম বেড়েছে ৪৭ শতাংশ, ভোজ্য তেলের দাম বেড়েছে প্রায় ৯০ শতাংশ, মাছ, মাংস, ডিম, সবজিসহ প্রায় প্রতিটি নিত্য পণ্যের দাম বেড়েছে। এ সময়ে পানি, বিদ্যুৎ ও গ্যাসের মতো মৌলিক পণ্যেরও দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ৩৮, ২২ ও ২৩ শতাংশ।

তারা বলেন, সে তুলনায় গার্মেন্টস শ্রমিকদের আর্থিক মজুরির মান প্রায় অর্ধেকে নেমেছে। বিপরীতে করোনার আগে ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২১ সালের ডিসেম্বরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৮ শতাংশ। আর ডলারের বিপরীতে টাকার মান কমেছে ২ দশমিক ৫ শতাংশের বেশি। অথচ বাড়েনি শ্রমিকের মজুরি বাবদ ব্যয়। তাই অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করা এবং অন্তর্বর্তী সময়ে শতভাগ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানাচ্ছি।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, সহ-সম্পাদক খুরশিদ আলম মিথুন, অর্থ সম্পাদক সাই্ফুল ইসলাম শরিফ, নির্বাহী সদস্য রুহুল আমিন সোহাগ, আল আমিন হাওলাদার শ্রাবণ, মোহাম্মদ সোহেল, আনোয়ার খান, শুভ আচার্য প্রমুখ।

শেয়ার