নীলফামারীতে একটি মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকে একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার চওরাবড়গাছা ইউনিয়নের দলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত প্রাণীটি যে একটি চিতা বাঘ তা নিশ্চিত করেছেন রংপুর বন বিভাগের বন্যপ্রাণী সরক্ষণ কর্মকর্তা স্মৃতি রানী সিংহ।
মৃত সেই বাঘের সঙ্গী আরেকটি চিতা বাঘ ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে আত্মগোপন করে আছে বলেও দাবি করছে এলাকাবাসী।
চিতা বাঘ দু’টি সীমান্ত পেরিয়ে ভারত থেকে এসেছে বলে ধারণা করছে রংপুর বন বিভাগের বন্যপ্রাণী সরক্ষণ কর্মকর্তা।
মৃত চিতা বাঘটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আরেকটি চিতাবাঘ আত্মগোপন করে থাকার শঙ্কায় এলাকার মানুষজনকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশ প্রহরা বসানো হয়েছে।
আত্নগোপনে থাকা জীবিত চিতা বাঘটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন নীলফামারী ও রংপুর বন বিভাগের কর্মকর্তাগণ বলে জানিয়েছেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।
প্রত্যক্ষদর্শীদের বারত দিয়ে চওরাবড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু জানান, শুক্রবার রাত ৩টার দিকে গ্রামের ওলিয়ার রহমানের মুরগির খামারের পিছনে পেতে রাখে বৈদ্যুতিক ফাঁদে আটকে একটি চিতা বাঘ মারা যায়। এ সময় আরেকটি চিতা বাঘ ওই খামারের পিছনে দেখতে পান খামার মালিকের বাবা খতিব উদ্দিন। তিনি তার ছেলে ও জামাইকে খবর দিলে তারা এসে দেখতে পান একটি চিতা বাঘ বৈদ্যুতিক জড়িয়ে মারা গেছে এবং ওই বাঘের সঙ্গীন পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে আশা-যাওয়া করছে। এক পর্যায়ে মানুষের সমাগম বৃদ্ধি পাওয়া চিতা বাঘটি খামার সংলগ্ন ভুট্টা ক্ষেতে আত্নগোপন করে।
সকালে বাঘের মৃত্যু উপস্থিতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা বন কর্মকতাকে অবগত করা হলে তারা এসে পুলিশের সহযোগীতায় মৃত চিতা বাঘটি উদ্ধার করে নিয়ে যান। তবে ভুট্টা ক্ষেকে আত্নগোপেন থাকা চিতা বাঘটি এখনও উদ্ধার না হওয়ায় আতংকে রয়েছে মুরগির খামারিসহ গ্রামবাসী।”
মুরগির খামার মালিক ওলিয়ার রহমান বলেন, আমার খামারটিতে সবসময় তিন হাজার মুরগি থাকে। গত এক মাস থেকে প্রতিরাতেই খামারে আজানা প্রাণী হামলা করে গড়ে ১০ থেকে ১৫টি করে মুরগি ধরে নিয়ে যায়। খামারের পিছন অংশে বাঁশ ঝাড়, ভুট্টা ক্ষেতসহ জঙ্গল থাকায় ধারনা করছিলাম বন বিড়াল অথবা শেয়াল আমার খামারে হামালা চালিয়ে মুরগি গুলো নিয়ে যাচ্ছে। অজানা প্রানী ও বন বিড়াল এবং শেয়ালের আক্রমণ থেকে মুরগি রক্ষায় গত দু’সপÍাহ আগে খামারের পিছন অংশে বৈদ্যুতিক ফাঁদ পাতানো হয়। ওই ফাঁদে আটকে কয়েক দিন আগে পাঁচটি বনবিড়াল ও একটি শেয়াল মারা গেছে।
প্রতিরাতেই খামারে পাহাড়ায় থাকেন তার বাবা ও দুলাভাই জানিয়ে ওলিয়ার রহমান বলেন,‘শুক্রবার রাত ৩টার দিকে আমার বাবা জানান বড় একটা জন্তু খামারের বৈদ্যুতিক তারে আটক হয়েছে; আরেকটি বড় জন্তু বিকট শব্দে আহাজারি করছে।
“খবর পেয়ে আমি ও আমার দুলাভাই খামারে গিয়ে দেখি খামারের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকে মরে রয়েছে একটি চিতা বাঘ; আর সেখানে আরেকটি চিতা বাঘ আহাজারি করছে। সকাল ৬টার দিকে মানুষের উপস্থিতি বাড়লে আহাজারিরত চিতা বাঘটি খামার সংলগ্ন ভুট্টা খেতে লুকিয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ও বন বিভাগের লোকজন এসে মৃত বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।
“এর আগে কখনও এলাকায় এমন বাঘ আছে আমি শুনিনি। হঠাৎ করে বাঘের দেখা পাওয়ায় আমিসহ এলাকাবাসী আতঙ্কে রয়েছি।”
ওলিয়ারের বাবা প্রত্যক্ষদর্শী খতিব উদ্দিন বলেন, “রাত পৌনে ৩টার দিকে খামারের পিছনে বন্যপ্রাণীর আওয়াজ পেয়ে বৈদ্যুতিক ফাঁদের সুইচ চালু করি। এর কিছুক্ষণ পরই একটি বড় আকৃতির জন্তু বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এবং বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ সময় ওই জন্তুকে বাঁচাতে আরেকটি জন্তু সেখানে বিকট আওয়াজে আহাজারি করতে থাকে। এতে আমি ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে ছেলে এবং জামাইকে ডাকাডাকি করি। পরে তারা এসে টর্চ লাইট জ্বালিয়ে দেখি যে জন্তু দুটিই চিতা বাঘ।”
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, সকালে খামারের পিছন থেকে মৃত বাঘটির গলায় দড়ি পেঁচিয়ে বাইরে এনে এটি বাঁশের সাথে ঝুলিয়ে রাখা হয়। এ সময় মৃত বাঘটি দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু ভিড় জমায়। পরে পুলিশের সহযোগিতায় বন বিভাগের লোকজন এসে মৃত বাঘটি উদ্ধার করে নীলসাগরে নিয়ে যান।
‘মৃত চিতা বাঘটি নিয়ে যাওয়া হলেও এখনও ভুট্টা খেতে লুকিয়ে থাকা চিতা বাঘটিকে ধরতে না পারায় চরম আতঙ্কে রয়েছি আমরা।”
নীলফামারী সদর ইউএনও জেসমিন নাহার বলেন,‘‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন বিভাগের কর্মকর্তা কাছে নিশ্চিত হয়েছি যে বাঘ দুটি প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় জঙ্গল থেকে বেরিয়ে ওই খাদ্যের সন্ধ্যানে লোকলয়ের ওই মুরগি খামারে এসেছিল। মৃত বাঘটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। সঙ্গীয় বাঘটিও ক্ষুধার্ত এমন আশঙ্কায় ঘটনাস্থল থেকে মানুষজনকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশ প্রহরা রাখা হয়েছে।’’
“তবে কোথা থেকে এবং কীভাবে এই চিতা বাঘ দু’টি এই গ্রামে এলো তা কেউ বলতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে আত্নগোপনে থাকা অপর চিতা বাঘটি উদ্ধারে আমাদের জেলায় বন বিভাগের দক্ষ লোকবল নেই। এজন্য রংপুর বন বিভাগকে বিষয়টি জানানো হলে সেখান থেকে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, বর্তমানে তারা ওই গ্রামে অবস্থান করছেন।”
রংপুর বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি রাণী সিংহ বলেন, “মৃত চিতা বাঘটি উদ্ধার করা হয়েছে। সেটির ময়নাতদন্ত করা হবে। এছাড়ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী এখানে আরেকটি জীবিত চিতা থাকার সম্ভবনা রয়েছে এমনকি তার রোষ শোনা গেছে। আমরা চিন্তা করছি সেটি কীভাবে উদ্ধার করা যায়। চিতা বাঘটি উন্মুক্ত প্রাণী এবং এখানে আমাদের জনবল সংকট রয়েছে, আমরা সেই ভাবে সক্ষমতা অর্জন করতে পারিনি। বন বিভাগ থেকে আমরা অল্প কয়েকজন এসেছি তাই বাঘটিতে আমরা পর্যবেক্ষণে রাখবো। যদি সে তার গতি পথ পরিবর্তন করে অন্য কোথাও চলে যায় তবে অনেক ভালো বিষয় হবে। এরপরেই আমরা আজ প্রাথমিক ভাবে তাকে পর্যবেক্ষনের পাশাপাশি তার নিরাপত্তার জন্য ভুট্টাক্ষেতে খাঁচা বসিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করবো। এর পরেও যদি তাকে ধরা না যায় কিংবা তাকে উন্মুক্ত স্থানে দেখা যায় তবে চেতোনাশক ওষধ প্রয়োগ করে উদ্ধার করা হবে।
তবে এই চিতাটি দু’একদিনের মধ্যেই এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবে। এজন্য আমরা এলাকাবাসীকে সর্তক থাকতে বলেছি যাতে তাদের কেউ বাড়ি থেকে বের হয়ে এই খামার এলাকায় না আসেন।”
তিনি আরও বলেন, “যে চিতা বাঘটি মারা গেছে আমরা ধারণা করছি সেটি ভারতীয় সীমানা থেকে এসেছে। এই অঞ্চলেও চিতা বাঘ দেখা যেত আগে, কিন্তু আমাদের এই অঞ্চলে বনাঞ্চল কমে যাওয়ায় এখন আর চিতা বাঘ দেখতে পারছি না আমরা।”
বনাঞ্চল কমে যাওয়া এদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আবাসস্থল হারিয়ে যাওয়ায় এঁরা খাদ্য সংকটে পড়ছে। আজকে তারা মুরগির খামারে আক্রমণ চালিয়েছে। তারা এভাবেই বিচরণ করে বেড়ায়। খাদ্য সংগ্রহের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে।
‘‘যেভাবে এখানে চিতা বাঘের মৃত্যু হয়েছে তা সাধারণ মৃত্যু নয়; এটিকে হত্যা করা হয়েছে,” মন্তব্য করে স্মৃতি রাণী সিংহ বলেন, “এটি একটি হত্যাকান্ড। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৭ ধারায় এটি দণ্ডনীয় অপরাধ। যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খামার মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”