Top
সর্বশেষ

৩০ কোটি টাকা নিয়ে উধাও ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীল

১৯ মার্চ, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
৩০ কোটি টাকা নিয়ে উধাও ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীল
নিজস্ব প্রতিবেদক :
ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পণ্য না দেওয়া এবং হুমকির অভিযোগে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটির এমডি ও সিইও মশিউর রহমান, চেয়ারম্যান, পরিচালক, শেয়ারহোল্ডার, এজেন্ট ও সহকারী এজেন্ট মিলে নয়জনকে আসামি করে মামলাটি করেছেন এক ভুক্তভোগী। মামলায় অভিযোগ করা হয়েছে, বাদী ছাড়াও আরও ৩০ যুবককে স্বল্প টাকায় মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ডেলিভারি দেওয়ার নাম করে ছয় কোটি চার লাখ ৫৩ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাদী হয়ে মামলাটি করেন রুহুল আমিন নামে এক ভুক্তভোগী যুবক। শুক্রবার রাতে শেরেবাংলা থানার ওসি উৎপল বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন-আকাশ নীলের এমডি ও সিইও মশিউর রহমান (২৯), আকাশ নীলের পরিচালক ইফতেখার উজ জামান রনি, আকাশ নীলের এজেন্ট রাকিবুল হাসান (৩৪), আকাশ নীলের এজেন্ট সৈয়দ রুমান (৩৪), আকাশ নীলের মালিক মশিউর রহমানের স্ত্রী, প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ফাতেমা আক্তারী (২৭), প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার মৌসুমী আক্তার (৩২), আকাশ নীলের সহকারী এজেন্ট আব্দুল্লাহ আল আমিন প্রান্ত (৩২),আকাশ নীলের সহকারী সরকারি এজেন্ট ইউনুস বেপারী (২৮)।
ওসি বলেন, বৃহস্পতিবার রাতে এক যুবক এসে আকাশ নীল নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিষয়টি তদন্ত চলছে। এখনও প্রতিষ্ঠানটি এমডি ও সিইও মশিউর রহমানসহ কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তের পর সত্যতা প্রমাণ পেলে আসামিদের গ্রেফতার করা হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসের দিকে তিনি ফেসবুক মাধ্যমে জানতে পারেন যে, আকাশ নীল নামের একটি প্রতিষ্ঠান মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করছে। এমন বিজ্ঞাপন দেখে তিনি প্রতিষ্ঠানটিতে ছয়টি মোটরসাইকেলের আশায় বিনিয়োগ করেন। কিন্তু বেঁধে দেওয়ার সময়ও তিনি মোটরসাইকেলটি না পাওয়ায় পরে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। এরপর তাকে চেক দেওয়া হলেও টাকা দেওয়া হয়নি। পরে টাকার জন্য চাপ দেয়া হলে নানাভাবে হুমকি দিতে শুরু করে মালিক মশিউর রহমান।
এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলার বাদী রুহুল আমিন এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা আকাশ নীল প্রতিষ্ঠানটি আত্মসাৎ করেছে। তিনি ছাড়াও আরও তিরিশ যুবকের কাছ থেকে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে আকাশ নীল কর্তৃপক্ষ। ‌
এদিকে ভুক্তভোগী ও মামলার বাদী রুহুল আমিন বলেন, আকাশ নীলের মালিক মশিউর রহমান আমাদের সাথে প্রতারণা করেছেন। শুধু তাই নয়, মোটরসাইকেল দেওয়ার কথা বলে টাকা নিয়েও উল্টো হুমকি দিয়েছে। এখন সে অফিস গুটিয়ে লাপাত্তা হয়ে গেছে। এ কারণে আমরা মামলা করতে বাধ্য হয়েছি। এখন মামলার আসামিরা উল্টো আমাদের নামে মামলা করবে বলে হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী রুহুল আমিন জানান, গত বছরের ১৭ আগস্ট আকাশ নীলকে সিটি ব্যাংকের মাধ্যমে তিনি এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা দেন। এছাড়াও সব মিলে ২২০ টি মোটরসাইকেল নেওয়ার জন্য দুই কোটি ৪২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা পরিশোধ করেন। ‌ এ টাকা হাতে পাওয়ার পর থেকে মশিউর রহমান তাদেরকে ঘোরাতে থাকেন। ‌ আজ হবে কাল হবে বলে জানান প্রতিশ্রুতি দেন। পরে চাপের মুখে এক মাস পর পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের চেকে তাদের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। ‌ কিন্তু পরে দেখা যায় সেই চেকগুলোর মাধ্যমে তারা কোনো টাকা তুলতে পারছেন না। সবশেষে তারা আবারও পান্থপথের অফিসে যান। এবার তাদের গালাগালি করেন ও ভয়-ভীতি দেখান। এখন পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি আকাশ নীল কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে পান্থপথের অফিসটি বন্ধ পাচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু তাদের কাউকেই মুঠোফোনে তিনি পাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশিউর রহমান ২০২০ সালের ২৬ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছ থেকে আকাশ নীল নামে ই-কমার্স শপ ও আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে ট্রেড লাইসেন্স নেন। প্রতিষ্ঠানে তার মা খাদিজা আক্তারকে চেয়ারম্যান, বাল্যকালের বন্ধু ইফতেখার উজ জামান রনিকে পরিচালক এবং স্ত্রী ফাতেমা আক্তার ও বোন মৌসুমী আক্তারকে শেয়ার হোল্ডার বানিয়েছেন। ‌প্রতিষ্ঠানটির পণ্য দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যে টাকা আদায় করা হতো তার সবটাই করা হয়েছে পরিচালক রনির মাধ্যমে।  গত বছরের ২২ নভেম্বর থেকে মশিউর রহমানের পুরো পরিবার গা-ঢাকা দিয়েছে। রাজধানীর ধানমন্ডিতে থাকা বাসায় তাদের পাওয়া যাচ্ছে না।
প্রতিষ্ঠানটিতে লাভের আশায় বিনিয়োগ করেছিলেন ৪০০ যুবক। তাদের সবাইকে অল্প টাকায় মোটরসাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আকাশ নীলের কর্তৃপক্ষ। কিন্তু তাদের কাছ থেকে ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিরা। গত চার মাস ধরে ভুক্তভোগীরা পান্থপথের অফিসে কোম্পানির পরিচালক থেকে শুরু করে কাউকেই আর পাচ্ছেন না। কার্যালয়টিতে তালা ঝুলছে।
তবে ৩২ ভুক্তভোগী যুবক ২০২১ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার আগে মশিউর রহমানের সাথে একটি চুক্তি করেন। ‌ সেই চুক্তিতে বলা হয়েছিল, আকাশ নীল নামের প্রতিষ্ঠানটি মোটরসাইকেল দিতে অপারগ হলে অন্যথায় তাদের বাইকের মূল্য বাবদ টাকা পরিশোধ করা হবে। ‌
ভুক্তভোগীদের অভিযোগ, আকাশ নীলের এমডি মশিউর রহমান তাদের সাথে এমন প্রতারণার অন্যতম হোতা। ভুক্তভোগীরা তাদের টাকা চাইতে গেলে এই মশিউর রহমান তাদেরকে নানাভাবে ভয়-ভীতি দেখিয়েছেন।
তারা জানিয়েছেন, ২৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আকাশ নীল। ‌ কিন্তু তাদের টাকা হাতে পাওয়ার পর থেকেই নানাভাবে টালবাহানা শুরু করে প্রতিষ্ঠানটি। একপর্যায়ে অফিস গুটিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। ‌কয়েক মাস থেকে খুঁজে পাচ্ছে না ভুক্তভোগীরা। তার ফোন নাম্বার মাঝে মাঝে খোলা থাকলেও বেশিরভাগ সময় বন্ধ পাওয়া যাচ্ছে।
শেয়ার