Top
সর্বশেষ

বাবা মনেপ্রাণে বিচারপতি ছিলেন

২০ মার্চ, ২০২২ ১২:২১ অপরাহ্ণ
বাবা মনেপ্রাণে বিচারপতি ছিলেন

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ মনপ্রাণে একজন বিচারপতি ছিলেন বলে মন্তব্য করেছেন তার ছেলে সোহেল আহমদ। তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক জীবন, সন্তান, অধীনস্ত কর্মচারীসহ সবার সঙ্গে যে ব্যবহার করতেন, তাতে মনে হয়েছে উনি মনেপ্রাণে একজন বিচারপতি ছিলেন।

রোববার (২০ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের জানাজার আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহেল আহমদ বলেন, উনি সবার সঙ্গে সমান ব্যবহার করতেন। জীবনে উনি যদি কারও সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন, তবে পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি তার খোঁজ নিচ্ছেন। গতকাল পর্যন্ত তিনি সহযোগিতা করেছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারের পক্ষ থেকেও নিয়মিত খোঁজ নেওয়া হয়েছে। সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জানাজার আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানাজা পূর্ব অনুষ্ঠান পরিচালনা করেন।

সাবেক রাষ্ট্রপতির নামাজে জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সিনিয়র আইনজীবীরাসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তার কফিনে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, আওয়ামী লীগ, বিএনপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সাহাবুদ্দিন আহমদের প্রথম জানাজা শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হয়।

ওইদিন বিকেল সোয়া ৩টার দিকে তার মরদেহবাহী হেলিকপ্টার কেন্দুয়া পৌর শহরের চকপাড়া এলাকার হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেখান থেকে মরদেহ পেমই গ্রামে আনা হয়। পরে জানাজা শেষে সাহাবুদ্দিন আহমদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন স্বজনরা।

শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাহাবুদ্দিন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

শেয়ার