চট্টগ্রামে সম্প্রতি হাসপাতালে বিয়ে হওয়া ক্যান্সার আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই। সোমবার (২১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নগরীর ও আর নিজাম রোডের মেডিকেল সেন্টারের এইচডিইউতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমিদার মামা এস এম আশরাফুল আরিফ।
১২ দিন আগে হাসপাতালেই ভালোবাসার মানুষকে বিয়ে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা কামাল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান নিজেদের শিক্ষাজীবনেই সম্পর্কে জড়ান। শিক্ষাজীবন শেষে বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন দেখলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ক্যান্সার। তবে ক্যান্সারকে তুচ্ছ বানিয়ে মালা বদল করেই ফেললেন তারা।
নগরীর দক্ষিণ বাকলিয়ার চাক্তাই এলাকার মেয়ে ফাহমিদা কামালের শরীরে প্রথম রেক্টাম ক্যান্সার ধরা পড়ে ২০২০ সালের জানুয়ারিতে। দ্রুত তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করান বাবা কামাল উদ্দিন। পরে ডক্তারদের পরামর্শে ফাহমিদাকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
ওই হাসপাতালে দীর্ঘসময় চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় আশা ছেড়ে দেন চিকিৎসকরা। চলতি বছরের ৬ মার্চ তাকে নগরীর ওআর নিজাম রোডের চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৪০৫ নম্বর কক্ষে ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফের তত্বাবধানে রয়েছেন তিনি।
ফাহমিদা কামালের নিকটাত্মীয় মো. সাইফুদ্দিন সাকী জানান, শিক্ষাজীবনেই মাহমুদুল হাসান এবং ফাহমিদা কামালের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২০ সালে হঠাৎ ফাহমিদার শরীরে ক্যান্সার ধরা পড়লেও চকরিয়ার ছেলে হাসান ছায়ার মতো সব সময় তার পাশে ছিলেন।
তিনি বলেন, ফাহমিদার অসহ্য কষ্ট ও বুকভাঙা যন্ত্রণা হাসান নিতে পারছিলেন না। মানসিক প্রশান্তি দিতে তিনি ফাহমিদাকে বিয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে রাজি না হলেও হাসানের দৃঢ়চেতা মনোভাবের কারণে পরে দুই পরিবার রাজি হয়। এক টাকা দেনমোহরে ৯ মার্চ রাতে হাসপাতালেই তাদের বিয়ে হয়।
মেডিকেল সেন্টার হাসপাতালের ম্যানেজার ইয়াছিন বলেন, ‘মৃত্যু শয্যায় হাসপাতালে বিয়ে করে প্রেমের অমর ইতিহাস সৃষ্টিকারী ক্যান্সার আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) সকাল সাতটার দিকে হাসপতালের এইচডিইউতে মৃত্যুবরণ করেন। সব প্রক্রিয়া শেষ করে সকাল দশটার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।’
বিয়ের সময় জানা গিয়েছিল, মাহমুদুল হাসানের সংকল্প ছিল-প্রেমিকা ফাহমিদাকে যদি ক্যান্সারের কাছে হার মানতেই হয় তবুও তাদের ভালোবাসাকে হারতে দিবেন না। তার সিদ্ধান্ত, ফাহমিদাকে তার বুকে মাথা রেখেই মরতে হবে। নিজের পরিবারকে প্রস্তাব দিলেন তিনি সহসা ফাহমিদাকে বিয়ে করতে চান। মৃত্যু পথযাত্রী ফাহমিদাকে হাসানের বিয়ে করার প্রস্তাবে সবাই হতবিহ্বল। হাসানকে বুঝানোর সব ধরনেরচেষ্টা করা হয়। কিন্তু হাসান তার অনঢ় সিদ্ধান্তে অটল।
অবশেষে উভয় পরিবার সম্মতিতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ফাহমিদাকে গত ৯ মার্চ হাসপাতালের এইচডিইউ বিভাগে এক টাকার কাবিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এসময় কনে ফাহমিদাকে পরানো হয় লাল বেনারসি শাড়ি, গালায় সোনার হার। বর হাসান পরেন সোনালী রংয়ের পায়জামা-পাঞ্জাবি। ইসলামী রীতি মেনে আকদ-কামিন রেজিস্ট্রির পর দুজন মিলে কেক কাটেন। করেন মালা বদল। উপস্থিত সকলকে খাওনো হয় খেজুর ও মিষ্টি।
ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। তারা দুই বোন, এক ভাই। বড় বোন থাকেন চীনে। ছোট ভাই বিবিএ পড়েন। ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকীর নাতনি।