Top

মতলব উত্তরে ৪ নারী মাদক ব্যাবসায়ী আটক

২১ মার্চ, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
মতলব উত্তরে ৪ নারী মাদক ব্যাবসায়ী আটক
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা সহ ৪ নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. আবু বক্বর ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন ছেঙ্গারচর পৌরসভাস্থ ০১ নং ওয়ার্ডের বালুচর ফটিক মিয়া টিনসেড বাড়ীর উত্তর পার্শ্বের শেডের ০২ নং কক্ষে রুবেল মিয়ার ভাড়াটিয়া বাসা হইতে মাদক ব্যবসায়ী মরিয়ম (২২), আফিয়া আক্তার (৫০), রহিমা বেগম (৩৬), শানু (৩৫) দের গ্রেফতার করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ধৃত আসামীদের হেফাজত হইতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের ডিজিটাল মেশিন গতকাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার