Top

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

২২ মার্চ, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি :

তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখা। একইসাথে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানান।

মঙ্গলবার দুপুরে দুপুরে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবদুল্যাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোর্শিদুর রহমান রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মুন্না’সহ অনেকে।

বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কর্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক সরকার। দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকিও দেন।

 

শেয়ার