Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

সোনাইমুড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার

২২ মার্চ, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে জাহারা আক্তার জেনী (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার অভিযোগ জেনীর স্বামী ও শ্বশুরের পরিবারের লোকজন তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কামরুল হাসান বাপ্পীকে (৩৩) থানায় নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে চাঁদপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহারা আক্তার জেনী একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের মো. আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে গত ২বছর আগে সোনাইমুড়ী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে কামরুল হাসান বাপ্পীর সাথে জাহারা আক্তার জেনীর বিয়ে হয়। বিয়ের ৬ মাস পর পোল্যান্ড চলে যায় বাপ্পী। কয়েকমাস আগে দেশে ফিরে আসেন বাপ্পী। আগ থেকে সবকিছু ঠিক থাকায় এবার পোল্যান্ড যাওয়ার সময় জেনীকে সাথে নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু জেনীর বিদেশ যাওয়ার বিষয়ে বাধা প্রদান করে বাপ্পীর বোন ও মা’সহ তাদের পরিবারের লোকজন। এ নিয়ে গত কয়েকদিন ধরে জেনীর সাথে বাপ্পী ও শ্বশুর পরিবারের লোকজনের জামেলা চলে আসছিল।

নিহত জাহারা আক্তার জেনীর বাবা মো. আলম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জেনীর কোন সন্তান হয়নি। তুচ্ছ ঘটনায় একাধিকবার বাপ্পী ও তার পরিবারের লোকজন জেনীকে মারধর করেছে। সবশেষ তার বিদেশ যাওয়ার বিষয়টি নিয়েও জেনীকে নির্যাতন করে তারা। সবশেষ মঙ্গলবার সকালের কোন একসময় তাকে মারধর করে হত্যার পর ঘরের একটি ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় তারা।

তিনি আরও অভিযোগ করে বলেন, পুলিশ যখন জেনীর লাশ উদ্ধার করে তার গলা ফ্যানের সাথে কাপড় পেঁছানো থাকলেও তার পায়ের বেশির ভাগ অংশ ঘাটের ওপর ছিলো। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তিনি হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও তার স্বামীকে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দিলে তা নেওয়া হবে।

শেয়ার